আদ্যোপান্ত ‘বাঙালি বাবু’ সেজে মঞ্চে মহাগুরু
মঞ্চে উঠেই তারকা সুলভ হাত হেলালেন বাঙালির মহাগুরু। দর্শকাসনে তখন শুধুই হর্ষধ্বনি।
আজ বিজেপির ব্রিগেড জনসভা। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিধানসভা ভোটের আগে কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ইতিমধ্যেই ব্রিগেড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। জোর জল্পনা, এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তবে ব্রিগেডে আসছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, অক্ষয় কুমাররা, জানালেন কৈলাস বিজয়বর্গীয়।
ব্রিগেড মঞ্চে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী। মঞ্চে রয়েছেন শমীক ভট্টাচার্য, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং। মঞ্চে উঠেই তারকা সুলভ হাত হেলালেন বাঙালির মহাগুরু। দর্শকাসনে তখন শুধুই হর্ষধ্বনি। আর কিছুক্ষণেরই মধ্যেই শহরে পৌঁছবেন নরেন্দ্র মোদী।
Published on: Mar 07, 2021 12:55 PM
Latest Videos