জল্পনার অবসান ঘটিয়ে ব্রিগেডের পথে মিঠুন

sreejayee das

|

Updated on: Mar 07, 2021 | 12:58 PM

বেলগাছিয়ায় বন্ধুর বাড়ি থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পথে রওনা দিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ধুতি, পাঞ্জাবি পরে একেবারে ‘বাঙালি বাবু’ সেজে নরেন্দ্র মোদীর জনসভার দিকে রওনা দিলেন তিনি।

আজ বিজেপির ব্রিগেড জনসভা। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিধানসভা ভোটের আগে কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ইতিমধ্যেই ব্রিগেড গ্রাউন্ডের পথে রওনা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তবে আসছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, অক্ষয় কুমাররা। স্পষ্ট জানালেন কৈলাস বিজয়বর্গীয়। বেলগাছিয়ায় বন্ধুর বাড়ি থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পথে রওনা দিলেন মিঠুন চক্রবর্তী। ধুতি, পাঞ্জাবি পরে একেবারে ‘বাঙালি বাবু’ সেজে নরেন্দ্র মোদীর জনসভার দিকে রওনা দিলেন তিনি। গাড়ির একদম সামনের আসনে বসে মিঠুন। পিছনে স্লোগান উঠছে মহাগুরুর নামে।

Published on: Mar 07, 2021 11:57 AM