মোদীর প্রতিটি চ্যালেঞ্জের উত্তরে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা
'রাজনৈতিক কারণে বাংলায় এসেছেন, আসতেই পারেন।'
‘রাজনৈতিক কারণে বাংলায় এসেছেন, আসতেই পারেন। কিন্তু তার আগে জবাব দিন, কেন এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকা মতো হয়েছে? জবাব দিন কেন গ্যাসের দাম পেট্রোলের দাম (Fuel Price Hike) বাড়ছে? বাংলা সরকার বিনা পয়সায় চাল দেয়, আর ফোটাতে গেলে ৯০০ টাকা। ৯০০ টাকা গ্যাস কিনে ফোটাতে হয়। নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা? বাংলায় পরিবর্তন হবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে। পরিবর্তন দিল্লিতে হবে।’
Latest Videos