Chandrakona News: পাইপ লাইন বসাতে গিয়ে ভাঙল বাড়ি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 14, 2023 | 3:23 PM

PHE দপ্তরের জলের পাইপ লাইন করতে গিয়ে ভেঙে গেল আস্ত মাটির বসত বাড়ি, দরিদ্র অসহায় পরিবারের ব্লক প্রশাসনের কাছে কাতর আবেদন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের।

PHE দপ্তরের জলের পাইপ লাইন করতে গিয়ে ভেঙে গেল আস্ত মাটির বসত বাড়ি, দরিদ্র অসহায় পরিবারের ব্লক প্রশাসনের কাছে কাতর আবেদন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের, বিভিন্ন এলাকায় চলছে PHE দপ্তরে উদ্যোগে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থার কাজ, আর সেই পাইপ লাইনের কাজ করতে গিয়ে জেসিপি দিয়ে গর্ত করতে গিয়ে এক মাত্র মাটির বসত বাড়ি ধসে যায় হাটপুকুর গ্রামের বাসিন্দা জিয়াউল হকের।

জিয়াউল হক ও তার পরিবারের সদস্যদের দাবি, PHE দপ্তরের অপরিকল্পিত কাজের জন্যই তাদের একমাত্র মাটির বাড়িটি ভেঙে গিয়েছে। কারণ জেসিপি দিয়ে মাটির বাড়ির একেবারে সামনে দিয়ে বিশালাকার গর্ত করে পাইপলাইনের কাজ হয়েছিল আর সেই গর্তেই হঠাৎ করে জল জমে আস্ত মাটির বাড়ি ধ্বসে গিয়েছে। শীতের রাতে অপরের বাড়িতে রাত কাটাচ্ছে অসহায় পরিবার। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকা পরিদর্শনে যান জাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান উমা শঙ্কর চৌধুরী এমনকি ব্লক প্রশাসন কেউ বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের।যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ঘটনা সত্য, দ্রুত ব্লক প্রশাসনের তরফ থেকে ওই পরিবারটিকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এমনকি PHR দপ্তরেও বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদি এই বিষয়ে PHE দপ্তরের ঠিকাদারি সংস্থার তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের দেখা দিয়েছে ।