Multiplex Movie Ticket: মাত্র ৯৯টাকায় মাল্টিপ্লেক্সে সিনেমা!
টিকিটের আকাশছোঁয়া দামের জন্য অনেকেই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান না। এবার মাত্র ৯৯ টাকা খরচ করে মাল্টিপ্লেক্সেই দেখুন জওয়ান, গদর ২ বা ফুকরে ৩। সারা দেশের ৪,০০০ টিরও বেশি স্ক্রিনে এই অবিশ্বাস্য দামে পাওয়া যাবে সিনেমার টিকিট।
টিকিটের আকাশছোঁয়া দামের জন্য অনেকেই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান না। এবার মাত্র ৯৯ টাকা খরচ করে মাল্টিপ্লেক্সেই দেখুন জওয়ান, গদর ২ বা ফুকরে ৩। সারা দেশের ৪,০০০ টিরও বেশি স্ক্রিনে এই অবিশ্বাস্য দামে পাওয়া যাবে সিনেমার টিকিট। পিভিআর, আইনক্স ও সিনেপলিসের মতো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যাবে ৯৯ টাকায়! কি অবাক হচ্ছেন? এই সুযোগ সারা দেশে পাওয়া যাবে ১৩ই অক্টোবর জাতীয় চলচ্চিত্র দিবসে।
মাল্টিপ্লেক্স এসোসিয়েশন অফ ইন্ডিয়া সিনেপ্রেমীদের জন্য এমন অফার ঘোষণা করেছে। সুযোগ পাওয়া যাবে মিরাজ, ডিলাইট, সিনেপলিস, মুক্তা এ টু, এশিয়ান, সিটি প্রাইড, ওয়েব মাল্টিপ্লেক্সে। এম২কে, পিভিআর ও আইনক্সও এভাবেই উদযাপন করবে জাতীয় সিনেমা দিবস। কীভাবে বুক করা যাবে টিকিট? অনলাইনে ফোনপে, পেটিএম ও বুক মাই শো থেকে টিকিট বুকিং করা যাবে। তাছাড়াও মাল্টিপ্লেক্সের বুকিং কাউন্টারে ১৩ই অক্টোবর টিকিট বুক করা যাবে।