‘পেয়ার দোস্তি হ্যায়’, বিয়ের আগে বন্ধুত্ব থেকে প্রেমের গল্প শোনালেন নীল-তৃণা

utsha hazra

|

Updated on: Feb 03, 2021 | 2:41 PM

কোচিং ক্লাস থেকে শুরু নীল-তৃণার বন্ধুত্ব। তারপর কেটে গেছে প্রায়  ১১ বছর। সম্পর্কের নাম বদলেছে , কিন্তু সম্পর্কের সমীকরণ একই আছে

কথায় আছে ‘পেয়ার দোস্তি হ্যায়’। সে যদি তোমার ভাল বন্ধু না হতে পারে তাহলে ভাল সঙ্গী কখনই হতে পারবে না। তাঁদের সম্পর্কের শুরুটাও এই বন্ধুত্ব থেকে। তাঁরা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য্য আর তৃণা সাহা। সেই কোচিং ক্লাস থেকে শুরু তাঁদের বন্ধুত্ব। তারপর কেটে গেছে প্রায়  ১১ বছর।  সম্পর্কের নাম বদলেছে , কিন্তু সম্পর্কের সমীকরণ একই আছে । বন্ধুত্ব থেকে প্রেম যে কীভাবে গড়িয়ে গেল সেটা সত্যিই ‘মিস্ট্রি’। এত বছরের সম্পর্ক অবশেষে পেতে চলেছে পরিণতি। ৪ ফেব্রুয়ারি এক হতে চলেছে চার-হাত। বিয়ের আগে TV9 বাংলার সঙ্গে প্রেমের আড্ডায় মজলেন হবু দম্পতি। দেখুন মিষ্টি ভিডিয়ো।