Arambagh News: নেই বিদ্যুৎ, ভয়াবহ পরিস্থিতি আরামবাগে

Arambagh News: নেই বিদ্যুৎ, ভয়াবহ পরিস্থিতি আরামবাগে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 11, 2023 | 5:27 PM

ঠিকা শ্রমিকদের অনশনে বিদ্যুৎ পরিষেবা লাটে। প্রচন্ড দাবদাহে নাজেহাল সাধারণ মানুষজন। টোল ফ্রি নাম্বারে ডকেট করিয়ে মিলছে না পরিষেবা।

ইমারজেন্সি পরিষেবা বন্ধ রেখে নির্দিষ্ট তারিখের মধ্য বকেয়া বেতনের দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে ৩ ‘দিন অনশন করছেন এলটি মোবাইল ভ্যান কর্মীরা। কর্মীদের অভিযোগ গোঘাট বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ও এল্টি ভ্যানের কন্টাকটারের যোগসাজোসে কর্মীদের সঠিক টাইমে বেতন হচ্ছে না। এই নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে জানিয়েও কাজ হয়নি। গত এপ্রিল মাসের বেতন এখনো হাতে পাইনি কর্মীরা। এলটি ভ্যানের কর্মীদের দাবি চেকের পরিবর্তে ব্যাংক একাউন্টের মাধ্যমে বেতন দিতে হবে। অন্যান্য স্টেশন ম্যানেজারের অফিসে এলটি ভ্যান কর্মীদের নির্দিষ্ট সময়ে বেতন হলেও গোঘাট সাপ্লাই অফিসের ১২ জন কর্মীর বেতন আটকে রয়েছে। আর এই ১২ জন কর্মীই ২ টি শিফটে কাস্টমার ডকেট অনুযায়ী কাজ করেন। অনশনের জেরে ৩ দিন ধরে বন্ধ পরিষেবা।

অন্যদিকে গোঘাট বিদ্যুৎ সাপ্লাই দপ্তরের এলটি ভ্যান বন্ধ থাকায় লাটে উঠেছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুতের জন্য নির্দিষ্ট টোল ফ্রি নাম্বারে ডকেট করলেও মিলছে না পরিষেবা। মাঠে ঘাটে বিদ্যুতের জন্য সেচের সাবমারসিবল পাম্পও চলছে না । শুকিয়ে যাচ্ছে জমি। চাষীরাও বিদ্যুৎ দপ্তরে এসে কোন সুরাহা পাচ্ছেন না। বেশিরভাগ সময়ই লোডশেডিং হচ্ছে প্রচন্ড দাবদাহে জ্বলছে না আলো চলছে না পাখা। প্রচন্ড গরমে সমস্যায় পড়ছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষজন।

যদিও দপ্তরের সামনে অনশন ও বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে এই নিয়ে গোঘাট বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রিয়রঞ্জন কর ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।