Golden Egg In Pacific Ocean: সাগরের গর্ভে সোনার ডিম

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 17, 2023 | 4:34 PM

প্রশান্ত মহাসাগরের গভীরে পাওয়া গেল এক অদ্ভুত সোনালি রঙের বস্তু। সমুদ্র বিজ্ঞানীদের চোখ ছানাবড়া! ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAAর বিজ্ঞানীরা আলাস্কা উপকূলে পান ওই সোনালী বস্তু।

প্রশান্ত মহাসাগরের গভীরে পাওয়া গেল এক অদ্ভুত সোনালি রঙের বস্তু। সমুদ্র বিজ্ঞানীদের চোখ ছানাবড়া! ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAAর বিজ্ঞানীরা আলাস্কা উপকূলে পান ওই সোনালী বস্তু। এটি কি সোনার ডিম? ওই সোনার ডিমের ব্যাস প্রায় ১০ সেন্টিমিটার। ছবিটি NOAAর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর শুরু হয়েছে নানা জল্পনা। সমুদ্রের তলদেশে এই বস্তুটি দেখে বিজ্ঞানীরা চমকে ওঠেন। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান স্পঞ্জ ও প্রবালের কোনও রকম সংমিশ্রণে তৈরি হয়েছে ওই সোনালি জিনিসটি। NOAAর কোঅর্ডিনেটর এখন নিশ্চিত নন বস্তুটি কোন জীব কি না। আলাস্কা উপকূলে প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপার জন্য অনুসন্ধান চলছে। সমুদ্রের তলার আগ্নেয়গিরির অস্তিত্বের খোঁজ করছে NOAA. আগামী ৫মাস ধরে চলবে এই অনুসন্ধান। বিজ্ঞানীদের মতে সমুদ্রের তলদেশের অনেক কিছুই এখনও অজানা। এই সোনার ডিম যেন সেই কথাই বলছে।