নিজেকে কীভাবে ফিট রাখেন ইশা সাহা? ফাঁস করলেন রহস্য

রণজিৎ দে

| Edited By:

Updated on: May 27, 2021 | 2:16 PM

ইশা সাহা শরীর-সচেতন। তিনি ডায়েটে মিস্টি রাখলেও ফিটনেসে টাল খাননি এতটুকু। কী এর রহস্য?

ইশা সাহা। টলিউডে এখন অন্যতম ব্যস্ত নায়িকা। সম্প্রতি শেষ করেছেন ‘গোলন্দাজ’-এর শুটিং। দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে তিনি ‘তরুলতার ভূত’-এর শুটিংয়ে ব্যস্ত। এরই মাঝে একদিন জিমে ঘাম ঝরালেন ইশা।তিনি শরীর-সচেতন। শুটিংয়ের ফাঁকে জিমে যেতে ভোলেন না তিনি।

প্রপার ডায়েট।  জিমে গিয়ে ঘাম ঝরানো। অভিনেত্রীদের ফিট থাকার এটাই কি একমাত্র উপায়? সেই রহস্যই TV9 বাংলার সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী ইশা সাহা। দেখুন ভিডিয়ো।

Published on: Mar 11, 2021 08:49 PM