AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Army: এবার পাকিস্তানের যাত্রী পরিবহণ করবে সেনা!

Pakistan Armed Force: আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের লোন পেতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সরকারি এই বিমান সংস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ৪ বেসরকারি সংস্থা। আর এই ৪ সংস্থার মধ্যে রয়েছে ফৌজি ফাউন্ডেশন।

| Updated on: Dec 06, 2025 | 6:52 PM
Share

এবার ঘুরপথে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ-এর নিয়ন্ত্রণ এবার চলে যাচ্ছে পাকিস্তানের সেনার হাতে। আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের লোন পেতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সরকারি এই বিমান সংস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ৪ বেসরকারি সংস্থা। আর এই ৪ সংস্থার মধ্যে রয়েছে ফৌজি ফাউন্ডেশন। আর এই ফৌজি ফাউন্ডেশন আবার পাকিস্তানের সেনার নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা।

২৩ ডিসেম্বর নিলামে উঠছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এর ১৫ শতাংশ হাতে রেখে বাকি অংশ বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে পাকিস্তানের সরকার।