Pakistan Terrorist News: পাকিস্তান কেন তালিবানদের গ্রেফতার করছে?

rahul Sadhukhan |

Jan 04, 2024 | 11:55 AM

বছরের শুরুতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনী ২৪ জন পাকিস্তানি তালিবানকে গ্রেফতার করেছে। পাকিস্তানি সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনীর মতে গ্রেফতার হওয়া ওই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সারা পাকিস্তান জুড়ে বেশ কিছু মারাত্মক হামলার সঙ্গে জড়িত।

Follow Us

বছরের শুরুতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনী ২৪ জন পাকিস্তানি তালিবানকে গ্রেফতার করেছে। পাকিস্তানি সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনীর মতে গ্রেফতার হওয়া ওই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সারা পাকিস্তান জুড়ে বেশ কিছু মারাত্মক হামলার সঙ্গে জড়িত। পাকিস্তানি তালিবান গোষ্ঠী তেহরিক- ই -তালিবান নামে পরিচিত। তারা একটি পৃথক গোষ্ঠী হলেও গোয়েন্দাদের খবর আফগান তালিবানের সঙ্গে যোগ রয়েছে তেহরিক- ই -তালিবানের।

গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ হানা দেয় পাকিস্তানের পূর্ব পঞ্জাব প্রদেশে লুকিয়ে থাকা তালিবানিদের গোপন ডেরায়। তারপরেই গ্রেফতার হয় জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। একই সঙ্গে পাক প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের দেওয়া বিবৃতিতে জানিয়েছে পুলিশ গ্রেফতার করেছে মোহাম্মদ আরশাদকে।

বেলুচ ন্যাশনালিস্ট আর্মির প্রধান কমান্ডার মহম্মদ আরশাদ। ২০১৩ এ পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে বেলুচ ন্যাশনালিস্ট আর্মি নামক সংগঠনকে। গত ২ দশক জুড়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় এই নিষিদ্ধ সংগঠন। বেলুচ ন্যাশনালিস্ট আর্মি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় আর তার লাগোয়া পঞ্জাবে সক্রিয় টিটিপি বা তেহরিক- ই -তালিবান। এই দুই প্রদেশের সীমানায় আছে আফগানিস্তান। তাই এই দুই গোষ্ঠীর মধ্যে আঁতাত বা নাশকতা মূলক যোগসাজশের সম্ভাবনাও উড়িয়ে দিছে না পাক গোয়েন্দারা।

বছরের শুরুতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনী ২৪ জন পাকিস্তানি তালিবানকে গ্রেফতার করেছে। পাকিস্তানি সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ বাহিনীর মতে গ্রেফতার হওয়া ওই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সারা পাকিস্তান জুড়ে বেশ কিছু মারাত্মক হামলার সঙ্গে জড়িত। পাকিস্তানি তালিবান গোষ্ঠী তেহরিক- ই -তালিবান নামে পরিচিত। তারা একটি পৃথক গোষ্ঠী হলেও গোয়েন্দাদের খবর আফগান তালিবানের সঙ্গে যোগ রয়েছে তেহরিক- ই -তালিবানের।

গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ হানা দেয় পাকিস্তানের পূর্ব পঞ্জাব প্রদেশে লুকিয়ে থাকা তালিবানিদের গোপন ডেরায়। তারপরেই গ্রেফতার হয় জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। একই সঙ্গে পাক প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের দেওয়া বিবৃতিতে জানিয়েছে পুলিশ গ্রেফতার করেছে মোহাম্মদ আরশাদকে।

বেলুচ ন্যাশনালিস্ট আর্মির প্রধান কমান্ডার মহম্মদ আরশাদ। ২০১৩ এ পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে বেলুচ ন্যাশনালিস্ট আর্মি নামক সংগঠনকে। গত ২ দশক জুড়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় এই নিষিদ্ধ সংগঠন। বেলুচ ন্যাশনালিস্ট আর্মি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় আর তার লাগোয়া পঞ্জাবে সক্রিয় টিটিপি বা তেহরিক- ই -তালিবান। এই দুই প্রদেশের সীমানায় আছে আফগানিস্তান। তাই এই দুই গোষ্ঠীর মধ্যে আঁতাত বা নাশকতা মূলক যোগসাজশের সম্ভাবনাও উড়িয়ে দিছে না পাক গোয়েন্দারা।

Next Video