Kidney Trafficking in Pakistan: ১ কোটিতে কিডনি বিক্রি

Kidney Trafficking in Pakistan: ১ কোটিতে কিডনি বিক্রি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 22, 2023 | 3:41 PM

Crime News: এবার পাকিস্তানে বিক্রি হচ্ছে কিডনি। একটি কিডনি ১ কোটি টাকায় বিক্রি হয়ে পাচার হচ্ছে বিদেশে। চোরাকারবারিরা পরিণত হয়েছেন কষাইয়ে।

তীব্র অর্থনৈতিক সংকট পাকিস্তানে। মূল্যবৃদ্ধি পৌঁছেছে চরমে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বিদ্যুৎ সবকিছুরই চরম মূল্যবৃদ্ধি। আটা, ময়দার বস্তা পর্যন্ত লুট করেছে সাধারণ পাকিস্তানিরা। এবার পাকিস্তানে বিক্রি হচ্ছে কিডনি। একটি কিডনি ১ কোটি টাকায় বিক্রি হয়ে পাচার হচ্ছে বিদেশে। চোরাকারবারিরা পরিণত হয়েছেন কষাইয়ে। এ পর্যন্ত দুষ্টচক্রের বলি ৩২৮ জন। ৩০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকায় বিক্রি হচ্ছে কিডনি। তদন্ত নেমে পাক পুলিশ বলছে চক্রের পাণ্ডা দুষ্কৃতী ফাওয়াদ মুখতার।

অতীতে ৫ বার বিভিন্ন অপরাধে গ্রেফতার হয় ফাওয়াদ। এই চোরাচালন চক্রের ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাওয়াদের ডান হাত এক গাড়ি মেকানিক বিভিন্ন হাসপাতালে দরিদ্র মানুষকে টোপ দিত। তারপর প্রাইভেট ক্লিনিকে তাদের নিয়ে গিয়ে কেটে ফেলা হত কিডনি। এই ধরনের অবৈধ অপারেশনে ৩ জন মারাও গিয়েছেন। পাক পুলিশের অনুমান সারা পাকিস্তান জুড়ে সক্রিয় এরকম আরও অনেক অবৈধ অঙ্গ পাচার চক্র।