Petrol Rate: তেল বেচে লাল এই ৩ সংস্থা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 16, 2023 | 4:57 PM

অপরিশোধিত তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। কিন্তু ভারতে পেট্রল, ডিজেলের দাম কমেনি। ফলে রেকর্ড মুনাফা করেছে ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। এমনটাই দাবি আইসিআইসিআই সিকিউরিটিজের। পেট্রল পাম্প সংস্থাগুলি প্রতি লিটারে লাভ করছে ৮-৯ টাকা করে।

অপরিশোধিত তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। কিন্তু ভারতে পেট্রল, ডিজেলের দাম কমেনি। ফলে রেকর্ড মুনাফা করেছে ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। এমনটাই দাবি আইসিআইসিআই সিকিউরিটিজের। পেট্রল পাম্প সংস্থাগুলি প্রতি লিটারে লাভ করছে ৮-৯ টাকা করে । গত বছর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পিছু তেলের দাম প্রায় ১০,০০০ টাকা ছিল। এখন সেই দাম কমে হয়েছে প্রায় ৫,৮০০ টাকা। ভারত ৫০% তেল আমদানি করে রাশিয়া থেকে। রাশিয়ায় তেলের দাম অনেকটাই কম আন্তর্জাতিক বাজারের থেকে। তাই ভারতে তেলের দাম আরও কম হওয়া উচিত। কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ১০৬.০৩ টাকা। কলকাতায় ১ লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারতে পেট্রল, ডিজেলের দাম কমানো যেতে পারে। কিন্তু এখনও দাম কমেনি। আইসিআইসিআই সিকিউরিটিজ জানায়,এপ্রিল-জুন মাসে এই ৩ তেল সংস্থার লাভ করেছে ২২,১০০ কোটি টাকা। গত বছর এপ্রিল-জুন মাসে এই ৩ তেল সংস্থার ক্ষতি হয় ১৮,৮০০ কোটি টাকা। এই বছরে জানুয়ারি-মার্চ এই ৩ তেল সংস্থার লাভ হয় ২০,৮০০ কোটি টাকা।

Published on: Jul 16, 2023 04:56 PM