Pink Whatsapp Scam: হোয়াটসঅ্যাপ হ্যাক থেকে বাঁচার উপায়
সম্প্রতি একটি নতুন ধরনের জালিয়াতি শুরু হয়েছে। ফোনে মেসেজ আসছে 'হোয়াটসঅ্যাপ গোলাপি করতে চাইলে লিঙ্ক ডাউনলোড করুন?' এটা একটা ফাঁদ। পা দিয়েছেন কি গেছেন! যারা লিঙ্ক ক্লিক করে অ্যাপটি ফোনে ডাউনলোড করছেন। তাদের ফোনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের কাছে।
সম্প্রতি একটি নতুন ধরনের জালিয়াতি শুরু হয়েছে। ফোনে মেসেজ আসছে ‘হোয়াটসঅ্যাপ গোলাপি করতে চাইলে লিঙ্ক ডাউনলোড করুন?’ এটা একটা ফাঁদ। পা দিয়েছেন কি গেছেন! যারা লিঙ্ক ক্লিক করে অ্যাপটি ফোনে ডাউনলোড করছেন। তাদের ফোনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। বাকিটা অনুমেয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য সবকিছু চোখের নিমেষে উধাও হচ্ছে। মুম্বই এবং কর্ণাটক পুলিশ সতর্কতা জাড়ি করেছে ইতিমধ্যেই। আসলে এই গোলাপি হোয়াটসঅ্যাপে আছে বেস কিছু ক্ষতিকর সফটওয়্যার। এর মাধ্যমেই হ্যাকাররা নিয়ন্ত্রণ নিচ্ছে । পুলিশ বলছে এই অ্যাপে হ্যাকাররা ফোনের কন্ট্যাক্ট লিস্ট, ফোটো, এসএমএস এবং নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড পায়। ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকা খুবই প্রয়োজন। আর তা না হলে সামাজিক সম্মান, নিরাপত্তা সবই যাবে। তাই এই ধরনের প্রলোভন বা ঔৎসুক্য থেকে বিরত থাকুন। কেন্দ্রীয় সরকারও এবিষয়ে সতর্কতা জারি করেছে। স্প্যামারদের পাঠানো অসুরক্ষিত লিঙ্কে একদম ক্লিক করবেন না। করলেন কি আপনার ফটো ও ডেটার অপব্যবহার হবে। আর্থিক ক্ষতি তো হবেই। অতএব এরকম লিঙ্ক আসছে যে নম্বর থেকে। আগে তা স্প্যাম রিপোর্ট করে ব্লক করুন। নিরাপদ থাকুন।