আমার রাজনৈতিক জীবনের সব থেকে বড় জনসভা ব্রিগেড: মোদি

sreejayee das

|

Updated on: Mar 09, 2021 | 9:00 AM

বাংলার লক্ষ লক্ষ ভাইপো ভাইঝিকে কেন দেখলেন না? আপনিও কংগ্রেসী সংস্কারকে ছাড়তে পারলেন না দিদি"

ব্রিগেড মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া কটাক্ষ নরেন্দ্র মোদীর। বক্তব্যের প্রতি ছত্রে বুঝিয়ে দিলেন, এবার বাংলায় বিজেপির সরকার আসছে। তাঁর অভিযোগ, মমতা বাংলাকে যেভাবে বঞ্চিত করেছেন, সে কারণেই এখানকার মানুষ মুখ ফিরিয়েছেন। মোদীর কথায়, “বাংলা আপনাকে দিদির ভূমিকায় বেছেছিল। কিন্তু আপনি নিজেকে এক ভাইপোর পিসিতেই কেন সীমিত থেকে গেলেন? কেন এক ভাইপোর মোহ ছাড়তে পারলেন না? বাংলার লক্ষ লক্ষ ভাইপো ভাইঝিকে কেন দেখলেন না? আপনিও কংগ্রেসী সংস্কারকে ছাড়তে পারলেন না দিদি”

 

Published on: Mar 07, 2021 04:18 PM