Durgapur News : ঝাড়খন্ডে চুরি, মিলল পানাগড়ে!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 01, 2023 | 4:35 PM

চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাক চালককে ফাইন করে পুলিশ। চালক আইনের টাকা মিটিয়ে দিলে ট্রাকের মালিকের মোবাইলে ম্যাসেজ পৌঁছায়। আর এই ম্যাসেজই চুরি যাওয়া ট্রাকের হদিস পায় ট্রাক মালিক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ট্রাক চালককে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।

চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাক চালককে ফাইন করে পুলিশ। চালক আইনের টাকা মিটিয়ে দিলে ট্রাকের মালিকের মোবাইলে ম্যাসেজ পৌঁছায়। আর এই ম্যাসেজই চুরি যাওয়া ট্রাকের হদিস পায় ট্রাক মালিক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ট্রাক চালককে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত চালকের নাম শহীদ কুমার। ধৃত চালকের বাড়ি বিহারের ভাগলপুর এলাকায়। ধৃত ট্রাক চালককে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যেয় একটি ট্রাক দুর্গাপুরের দিক থেকে পানাগড় আসার পথে কাঁকসার আন্ডার পাশে পৌঁছালে সেসময় ট্রাফিক গার্ডের পুলিশ রুটিন চেক করছিল । ট্রাকের চালকের কাছে বৈধ লাইসেন্স দেখতে চাইলে চালকের লাইসেন্সের ডেট ফেল থাকায়। চালককে জরিমানা করা হয়। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের করা জরিমানার ম্যাসেজ যায় ট্রাকের মালিকের মোবাইলে।এরপরই সঙ্গে সঙ্গে ট্রাক মালিক ঝাড়খণ্ডের বাসিন্দা মুকেশ প্রসাদ কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান তার ট্রাকটি বেশ কিছুদিন আগে চুরি হয়ে যায়। এই বিষয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগও জানিয়েছেন। সময় নষ্ট না করে ট্রাফিক গার্ডের পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে পানাগড় বাজার থেকে চালকসহ ট্রাকটি আটক করে।
কাঁকসা থানার পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করার পর সোমবার গভীর রাত্রে গ্রেফতার করে এবং ট্রাকটি আটক করে। ধৃত চালককে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে।