Chandrakona ICDS Center: দিকে দিকে বেহাল অঙ্গনওয়াড়ি
আইসিডিএস কেন্দ্রে আসার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্ত বেহাল, তার উপরে আইসিডিএস কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ, অল্প বৃষ্টিতে আইসিডিএস এর চারপাশে জল থইথই।জলে ডুবেছে আইসিডিএস এর রান্নার জায়গা। দ্রুত রাস্তা সহ আইসিডিএস এর হাল ফেরাতে, বিক্ষোভে শামিল গ্রামের মানুষজন।
আইসিডিএস কেন্দ্রে আসার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্ত বেহাল, তার উপরে আইসিডিএস কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ, অল্প বৃষ্টিতে আইসিডিএস এর চারপাশে জল থইথই।জলে ডুবেছে আইসিডিএস এর রান্নার জায়গা। দ্রুত রাস্তা সহ আইসিডিএস এর হাল ফেরাতে, বিক্ষোভে শামিল গ্রামের মানুষজন। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর পূর্বপাড়া আইসিডিএস সেন্টারের।এলাকার মানুষের অভিযোগ আইসিডিএস, লাগোয়া একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই গ্রামের অধিকাংশ মানুষকে যাতায়াতের একমাত্র পথ, আর সেই রাস্তায়, বেহাল অবস্থা। অপরদিকে আইসিডিএস কেন্দ্রটির অস্বাস্থ্যকর পরিবেশ , আইসিডিএস এর সামনেই রয়েছে একটি পুকুর, সেই পুকুরের নোংরা জল গ্রাস করছে গোটা আইসিডিএস কেন্দ্রকে। এতেই শুক্রবার সকাল থেকে বিক্ষোভে সামিল গ্রামের মানুষজন, একমাত্র রাস্তায় বেড়া দিয়ে ঘিরে অবরোধ বিক্ষোভ শুরু করল তারা। তাদের দাবি দ্রুত পাকা ঢালাই রাস্তা করতে হবে,তা না হলে বন্ধ থাকবে আইসিডিএস কেন্দ্র। এমনকি এ দিনের এই বিক্ষোভের জেরে বন্ধ রইল আইসিডিএস কেন্দ্রটি। খবর পেয়ে ঘটনার স্থলে আসে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত উপ প্রধান। এ বিষয়ে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা ঘটনাস্থলে এসে, গ্রামবাসীদের, সমস্ত দাবি শুনেন, এমনকি আশ্বাস দেন দ্রুত রাস্তার কাজ হবে। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর গ্রামবাসীরা বিক্ষোভ থেকে পিছু হাটে। এমনকি দ্রুত রাস্তায় মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষজন।