PMSYM: খরচ ২০০, লাভ ৭২,০০০ টাকা!
বিবাহিত দম্পতিদের প্রতি মাসে দিতে হবে ২০০ টাকা। অবসরের সময় পেনশন পেতে পারেন বছরে ৭২,০০০ টাকা।
আপনি কি বিবাহিত? তাহলে দারুন সুযোগ। প্রধানমন্ত্রী একটি প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পের নাম পিএম-এসওয়াইএম। শ্রমিকদের আর্থিক নিরাপত্তার জন্য এই পেনশন প্রকল্প শুরু করা হয়েছে। বিবাহিত দম্পতিদের প্রতি মাসে দিতে হবে ২০০ টাকা। অবসরের সময় পেনশন পেতে পারেন বছরে ৭২,০০০ টাকা। এই প্রকল্প সবার জন্য না। এই প্রকল্পে কারা বিনিয়োগ করতে পারবেন জানেন? রিকশাচালক, ইট ভাটার শ্রমিক, বিড়ি শ্রমিক,নির্মাণ কর্মী, কৃষি শ্রমিক। যাঁদের আয় প্রতি মাসে ১৫০০০ টাকার থেকে কম। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং বিবাহিত হতে হবে। এই শর্ত পূরণ হলে,তবেই আবেদন করতে পারবেন। এনপিএস,ইপিএফও ও ইসিআইসি প্রকল্পে বিনিয়োগ করলে, এই প্রকল্পে আবেদন করা যাবে না। প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিলে বছরে লগ্নির পরিমাণ হবে ২,৪০০ টাকা। ৩০ বছর ধরে টাকা জমা দিলে, লগ্নির পরিমাণ হবে ৭২,০০০ টাকা। তারপর থেকে বছরে ৭২,০০০ টাকা করে পেনশন পাবেন। নাম নথিভুক্ত করতে দরকার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর,আধার কার্ড নম্বর ও একটি মোবাইল ফোন। কমন সার্ভিস সেন্টারে আপনাকে যেতে হবে। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নম্বর দিলেই নাম নথিভুক্ত হবে পিএম-এসওয়াইএম প্রকল্পে।