Purba Medinipur Flood News: কেলেঘাইয়ে জলের উচ্চতা ৬.২৯ মিটার!
কেলেঘাইয়ের বর্তমান জলের উচ্চতা ৬.২৯ মিটার , নদী উপচে হু হু করে জল ঢুকছে গ্রামে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম।ভগবানপুরের মানুষ ও আতঙ্কিত।রাজ্য সড়ক জলমগ্ন। খোলা হলো জেলা পুলিশের কন্ট্রোল রুম।
কেলেঘাইয়ের বর্তমান জলের উচ্চতা ৬.২৯ মিটার , নদী উপচে হু হু করে জল ঢুকছে গ্রামে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম।ভগবানপুরের মানুষ ও আতঙ্কিত।রাজ্য সড়ক জলমগ্ন। খোলা হলো জেলা পুলিশের কন্ট্রোল রুম। নদী উপচে হু হু করে জল ঢুকছে দুই জেলায়। বাঘুই নদীর জলে প্লাবিত পটাশপুরের বহু গ্রাম।
একদিকে রবিবার রাত থেকে টানা বর্ষণ অন্যদিকে পড়শি রাজ্যে ভারী বৃষ্টির ফলে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে ফল স্বরূপ বাগুই ও কেলেঘাই নদী উপচে জল ডুকছে পটাশপুর ১ নং ব্লকের চকগোপাল প্রদিমা সহ বহু গ্রামে। নদীর জলে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন এলাকাবাসীরা। বেশ কিছু মাটির বাড়িতে জল ঢুকে গেছে। রাস্তাঘাট চলে গেছে জলের তলায়। ডুবে গেছে বহু পুকুর। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি।
ইতিমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে শুরু করেছে অন্যের বাড়িতে বা উঁচু জায়গায়। প্রশাসনের তরফে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির। আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন পটাশপুরের মানুষজন। আবার রাত তিনটের পর থেকে কেলেঘাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। এখনও জলস্তর দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টার লাগাতার বর্ষনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার সকাল আটটার সময় আমগাছিয়াতে জলের উচ্চতা ৬.২৯ মিটার ছিল। যেখানে বিপদসীমা ৫.৭৯ মিটার। আর, চরম বিপদসীমা ৬.৪০ মিটার তা হয়ত আগামী তিন চার ঘন্টায় পার করবে। বাজকুল এগরা রাজ্য সড়ক জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত।