Raj-Subhashree News: অপেক্ষার অবসান, অবশেষে দেখা মিলল…

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Feb 07, 2024 | 9:24 PM

Tollywood: সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনির ছবি। তবে কন্যার মুখ দেখা নিয়ে শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে জোরে-জোরে পা ছুড়ছে সে। কন্যার মুখ দেখা যায়নি বলে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন নেট মহলে।

সাইয়ের বদলে জাহ্নবী?
নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ এতদিন সীতার চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর। আগামী মাস থেকে শুরু হওয়ার কথা ছিল শুটিং। তবে এবার রটছে অন্য খবর। শেষ মুহূর্তে নাকি সীতা বদল! শোনা যাচ্ছে সাই নয়, থাকতে পারেন জাহ্নবী কাপুর। যদিও টিম-‘রামায়ণ’ এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেনি।

নেকড়ে বলে আক্রমণ!
রটেছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ঐশ্বর্যা রাই বচ্চনের। এরই মধ্যে ননদ শ্বেতা বচ্চনের এক পোস্ট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। শ্বেতা লিখেছেন, “মহিলা নেকড়ে বহু দূর যেতে পারে নিজের স্বার্থে একটা সংরক্ষিত জায়গা পাওয়ার জন্য বা টিকে থাকার জন্য। আমার মনে নেকড়েদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের মাঝে অনেকে হয়তো শিখেও ফেলেছি।” প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে ওই পোস্ট শ্বেতার?

কেন ভাঙে সম্পর্ক?
১২ বছর দাম্পত্য শেষ হয়েছে হেমা মালিনী-কন্যা এষা দেওল ও হিরে ব্যবসায়ী স্বামী ভরতের। কেন তাঁদের বিচ্ছেদ হল? নিজের বইতে এষা লেখেন, “২০২০ সালে ‘দ্বিতীয় সন্তান জন্মের অল্প সময়ের মধ্যে আমি খেয়াল করি যে, ভরত আমার সঙ্গে অদ্ভুত আচরণ করছে, প্রায় সারাক্ষণই বিরক্ত। আসলে ও অনুভব করেছিল, আমি ওর প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছি না।”

এ কী বললেন সুহানা?
শাহরুখ খানের কন্যা বলে কথা। স্টারকিডই সুহানা খানের প্রাথমিক পরিচয় হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানা জানালেন, প্রাথমিকভাবে বিষয়টা মোটেও পছন্দ করতেন না তিনি। চাইতেন, সকলে শাহরুখকে চিনুক সুহানার বাবা হিসেবে। কিন্তু না, তিনি পরিচিতি পেতেন শাহরুখ কন্যা বলে, যেটা ঘেন্না করতেন সুহানা।

সেন্সর কোপে শাহিদ-কৃতি
সেন্সরের নিয়মের জালে আটকে গেল শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের আগামী ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র যৌন দৃশ্য। ছবি মুক্তির আগেই বড় কোপ, বাদ দেওয়ার নির্দেশ মেলে একাধিক অংশ। অবশেষে শর্ত মানায় U/A সার্টিফিকেট দেওয়া হয় ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’য়।

প্রয়াত ভবানীপ্রসাদ মজুমদার
তিনি ছিলেন বিখ্যাত ছড়াকার। মাত্র ৭১ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ভবানীপ্রসাদ মজুমদার। ছড়া নিয়ে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন এই শিক্ষক। ছোটদের জন্য ছড়া লিখতেন। কবিতা লিখেছিলেন ‘বাংলাটা ঠিক আসে না’। তাঁর প্রয়াণে শোকার্ত সাহিত্যজগৎ।

প্রকাশ্যে রাজ-শুভশ্রীর কন্যার ছবি
সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনির ছবি। তবে কন্যার মুখ দেখা নিয়ে শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে জোরে-জোরে পা ছুড়ছে সে। কন্যার মুখ দেখা যায়নি বলে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন নেট মহলে।

কটাক্ষে উরফি
পোশাক নিয়ে নানা পরীক্ষা তাঁর চলতেই থাকে। তিনি উরফি জাভেদ। ট্রোলও হন প্রতি পদে, এবার বালিশের পোশাক পরে ট্রোল্ড তিনি। নেটিজ়েনরা প্রশ্ন তুললেন, হাসপাতাল থেকে চুরি করা বালিশ? কেউ আবার লিখলেন, আমার বাড়ির দু’টো বালিশ উধাও।

ব্যথা পেলেন অভিনেত্রী
‘কথা’ ধারাবাহিকের সেটে ঘটে যায় এক ঘটনা। ধারাবাহিকের মুখ্য চরিত্র কথা, ওরফে অভিনেত্রী সুস্মিতা দে যখন-তখন পড়ে যান সেটে। নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে এক দৃশ্যে অভিনয় করার সময় ব্যথা পেয়েছেন অভিনেত্রী। কলতলা থেকে জল তুলে নিয়ে আসার সিন ছিল। তা করতে গিয়ে আচমকাই পড়ে যান তিনি। ব্যথা তো পেয়েইছেন। চারিদিকে জল ছিটে একাকার কাণ্ড।