AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World's Richest Lady: প্রায় বছর ৬ আগে থেকেই বিশ্বের সবচেয়ে ধনী মহিলা

World’s Richest Lady: প্রায় বছর ৬ আগে থেকেই বিশ্বের সবচেয়ে ধনী মহিলা

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 9:05 PM

Share

আপনি ল’রিয়েল ব্র্যান্ডের নাম নিশ্চয়ই শুনেছেন? ল’রিয়েল এর শ্যাম্পু, লিপস্টিক বা অন্য প্রসাধনী অনেকেই ব্যবহার করেন। উত্তরাধিকার সূত্রে ল’রিয়েল এর মালিক এই ফাঁসোয়া বেতেনকোর মায়ার্স।

প্রায় বছর ৬ আগে থেকেই বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ফাঁসোয়া বেতেনকোর মায়ার্স। ২০২৩এর শেষে ১ লক্ষ কোটি ডলারের বেশি সম্পত্তির অধিকারী হলেন এই সেন্টিবিলিওনিয়ার। পৃথিবীর প্রথম সেন্টিবিলিওনিয়ার হলেন যে ফাঁসোয়া কে তিনি জানেন?

আচ্ছা আপনি ল’রিয়েল ব্র্যান্ডের নাম নিশ্চয়ই শুনেছেন? ল’রিয়েল এর শ্যাম্পু, লিপস্টিক বা অন্য প্রসাধনী অনেকেই ব্যবহার করেন। উত্তরাধিকার সূত্রে ল’রিয়েল এর মালিক এই ফাঁসোয়া বেতেনকোর মায়ার্স। তবে ফাঁসোয়ার আরও অন্য পরিচয় আছে।

গ্রীক পুরাণ ও ইহুদি-খ্রিস্টান সম্পর্কের ওপরে তার লেখা বই বিশ্বের সেরা সমালোচকদের কাছে অত্যন্ত কদর পেয়েছে। তবে এবার আবার ফেরা যাক
ফাঁসোয়া বেতেনকোর মায়ার্সের ল’রিয়েল কানেকশনে। যার জেরে আজ ফুলে ফেঁপে উঠেছে তাঁর সম্পদ। কেবল মাত্র ২০২৩ এই ফাঁসোয়ার সম্পত্তি বেড়েছে।

ফরাসি প্রসাধনী ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফাঁসোয়ার এই সম্পদ বৃদ্ধি এক নতুন মাইল ফলক। বিশ্বের ধন কুবেরদের তালিকায় এর ফলে ফাঁসোয়া উঠে এলেন ১২ তম স্থানে। এত সম্পদশালী এই গুণবতী মহিলা বরাবরই লো প্রোফাইলে থাকতে ভালবাসেন। ফাঁসোয়ার আত্মজীবনীর লেখক টম স্যাঙ্কটন। তাঁর লেখা বইয়ের নাম ‘দ্য বেতেনকোর অ্যাফেয়ার’।

পৃথিবীর বৃহত্তম প্রসাধনী সংস্থা ল’রিয়েল-এর ব্যবসা শুরু করেন ফাঁসোয়ার দাদু ইউজিন শুলার। এক নতুন হেয়ার ডাই ফর্মুলা আবিষ্কার করেছিলেন ইউজিন শুলার। সেই হেয়ার ডাই বাজারে আনার লক্ষ্য নিয়েই পথ চলা শুরু ল’রিয়েল-এর। ফাঁসোয়ার দাদু ইউজিন শুলারের পর ল’রিয়েল-এর ব্যবসা আসে ফাঁসায়োরা মা লিলিয়ানের হাতে। তিনিও ছিলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা। ২০১৭এ মারা যান লিলিয়েন। তারপর ল’রিয়েল-এর সাম্রাজ্যের উত্তরাধিকারী হন ফাঁসোয়া। বর্তমানে ফাঁসোয়া ও তাঁর পরিবার ল’রিয়েলের সর্বাধিক শেয়ারহোল্ডার, প্রায় ৩৫ % র মালিক। এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন বহু সেলিব্রিটি ও সুপারমডেল। তার মধ্যে আছেন সেলিন ডিওন, বিয়ন্সে, কেন্ডিল জেনার, পেনেলোপ ক্রুজ, আর ভারতের ঐশ্বর্য রাই।

Published on: Jan 08, 2024 09:41 PM