Indian Rivers: সীমান্তে পাহারা দেয় নদী
ভারতের ৩ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান। এই ৩ দেশের মধ্যে প্রবাহিত কিছু নদী ভারতকে আলাদা করেছে তার প্রতিবেশীদের থেকে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত সিন্ধু নদ। অতীতে এই নদের তীরে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা।
ভারতের ৩ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান। এই ৩ দেশের মধ্যে প্রবাহিত কিছু নদী ভারতকে আলাদা করেছে তার প্রতিবেশীদের থেকে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত সিন্ধু নদ। অতীতে এই নদের তীরে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী ও শতদ্রু এসে মিশেছে সিন্ধু নদে।
সিন্ধু ও ইরাবতী পাক ও ভারতকে আলাদা করেছে। ভারত ও বাংলাদেশের সীমান্তে প্রবাহিত হয়ে ২টি নদী আলাদা করেছে দুই দেশকে। এই নদী জোড়া হল ফেনী নদী ও ইছামতি। দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে বয়ে গেছে ফেনী। ভারতের উত্তর ২৪ ও বাংলাদেশের সাতক্ষীরা জেলা দিয়ে প্রবাহিত ইছামতী।
এই নদীতে দুর্গা বিসর্জন করতে একত্র হন দুই দেশের মানুষ। গণ্ডক ও কালী এই দুই নদী আলাদা করেছে ভারত ও নেপালকে। সুগৌলি চুক্তি অনুযায়ী লিপুলেখ পাস ও নেপালের মধ্যে সীমান্ত নির্ধারণ করে কালী। অন্য সৃষ্টিকারি নদী গণ্ডক নেপালে পরিচিত নারায়ণী নামে।