Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Water Connection between India-Sri Lanka: জলপথে যুক্ত লঙ্কা

Water Connection between India-Sri Lanka: জলপথে যুক্ত লঙ্কা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 24, 2023 | 1:52 PM

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে জলপথে যোগাযোগ ব্যবস্থা শুরু ৪১ বছর পর। ১৯৮২তে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের জেরে বন্ধ হয় ভারত-শ্রীলঙ্কা ফেরি সার্ভিস। ২০১১এ ভারত ও শ্রীলঙ্কা সরকার জলপথ পরিবহন চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে জলপথে যোগাযোগ ব্যবস্থা শুরু ৪১ বছর পর। ১৯৮২তে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের জেরে বন্ধ হয় ভারত-শ্রীলঙ্কা ফেরি সার্ভিস। ২০১১এ ভারত ও শ্রীলঙ্কা সরকার জলপথ পরিবহন চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির ১২ বছর পর অবশেষে শুরু এই জলপথ পরিবহন। নৌপথে মাত্র ৩ ঘণ্টায় যাওয়া যাবে শ্রীলঙ্কা।

তামিলনাড়ুর নাগাপট্টিনম ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কাঙ্কেসান্থুরাইয়ের জাফনাকে যুক্ত করবে এই ফেরি। চেরিয়াপানি নামের একটি ভেসেল দিনে ২বার যাতায়াত করবে এই পথে। জলপথে দুই প্রতিবেশী দেশকে যুক্ত করার দায়িত্বে শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া। এসসিআই বলছে খুব কম খরচে দুই দেশের বাসিন্দারা যাতায়াত করতে পারবেন এই ফেরি সার্ভিসে।

চেরিয়াপানির যাত্রী পরিবহন ক্ষমতা ১৫০। যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত জিনিস সঙ্গে নিতে পারবেন। তার ওপরে মালের জন্য অতিরিক্ত মাসুল দিতে হবে। তামিলনাড়ুর মন্ত্রী ই.ভি ভেলু আশাবাদী এই ফেরি সার্ভিস নিয়ে।