Basanti: বাসন্তীর গ্রাম জুড়ে নোনা জল!

Basanti: বাসন্তীর গ্রাম জুড়ে নোনা জল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 03, 2023 | 11:07 PM

এদিন জোয়ারের টানে নদীর নোনা জল খাল পরিপূর্ণ হওয়ার পর চাষের জমিতে ঢুকতে শুরু করেছে।ফলে এই নোনা জল ঢোকার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

একে নিম্নচাপ তার ওপর কোটালের কারণে সুন্দরবনের বাসন্তী থানা এলাকায় হোগল নদীর জলের তোড়ে স্লোইচ গেট ভেঙে ঢুকে পড়েছে নোনা জল।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে স্থানীয় রাধাবল্লভপুর গ্রামে।জোয়ারের সময় মূলত এদিন সুইচগেট ভেঙে জল ঢুকে পড়ে।স্বাভাবিক কারণেই গ্রামে নদীর জল ঢুকতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তীর ডিভিশনের সেচ দপ্তরের এসডিও মনোজিৎ চক্রবর্তী সহ দপ্তরের কর্মীরা ।গ্রামবাসীরা ক্ষোভ দেখান সেচ দপ্তরের লোকজনের সামনেই।তাদের অভিযোগ স্লোইচ গেটটি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে থাকায় বারংবার সারানোর জন্য বলা হলেও কেউ সেবিষয়ে কর্ণপাত করেনি। এদিন জোয়ারের টানে নদীর নোনা জল খাল পরিপূর্ণ হওয়ার পর চাষের জমিতে ঢুকতে শুরু করেছে।ফলে এই নোনা জল ঢোকার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

Published on: Aug 03, 2023 11:05 PM