Samantha Ruth Prabhu: চিকিৎসার জন্য হাত পাততে হল সামান্থাকে?
নাম করা এক অভিনেতার থেকে ধার নিতে হল সামান্থা রুথ প্রভুকে? এবার জল্পনায় জল ঢালতে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
আদার প্রশংসা
‘দ্য কেরালা স্টোরি’খ্যাত অভিনেত্রী আদা শর্মা এবার জানালেন তিনি কেমন আছেন। সদ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করলেন তিনি। সারা গা জুড়ে অ্যালার্জি, তা নিয়েই কাজ চালাচ্ছেন তিনি। পোস্ট দেখামাত্রই আদার প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।
কাজলের উপদেশ
বলিউডে এখনও পা রাখেননি কাজল-অজয় দেবগণের কন্যা নাইসা দেবগণ। তার আগেই চরম ট্রোলের শিকার তিনি। এবার তাঁকে ট্রোল সামাল দেওয়ার টিপস দিলেন কাজল। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর সন্তানদের কী উপদেশ দিয়েছেন। বললেন, “দয়া করে এদের এত গুরুত্ব দিও না। নিজের কথা ভাব, নিজের বুদ্ধি ব্যবহার কর।”
সম্পর্ক প্রসঙ্গে সুস্মিতা
ললিত মোদির সঙ্গে নাম জড়াতেই ‘লোভী’ তকমা পান সুস্মিতা সেন। এবার সেই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “আমি সিঙ্গল, সাধারণত এসব বিষয় আমি গুরুত্ব দিই না। তবে এক্ষেত্রে আমার মনে হয়েছিল, মানুষকে জবাব দেওয়া উচিত, তাই দিয়েছি।”
‘গদর ২’-এর বক্স অফিস
১৭ বছর পর পর্দায় ফিরছে ‘গদর’ ছবির সিক্যুয়েল। ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে আমিশা প্যাটেল ও সানি দেওলের সেই ছবি। তবে এই ছবি এবার প্রি-বুকিং-এ তাক লাগাল। একসপ্তাহ আগেই বিক্রি ৯০ হাজার টিকিট। টিকিট বিক্রির নিরিখে ইতিমধ্যে ছবি ব্যবসা করে ফেলেছে ছবি ২.৫০ কোটি টাকা।
চিন্তিত রাকেশ রোশন
চিন্তার ভাঁজ এবার পরিচালক রাকেশ রোশনের কপালে। আসছে ‘কৃষ ৪’, সম্প্রতি এমন খবর নিজেই জানিয়েছিলেন তিনি। তবে এবার তাঁর গলায় অন্য সুর। এক সাক্ষাৎকারে বললেন, “এখন বাচ্চারা ৫০০-৬০০ ডলারের ছবি দেখছে, সেখানে ২০০-৩০০ কোটি বাজেটে কীভাবে সেই লুক দেওয়া যায়? ছবির ব্যবসাও এখন তেমন একটা হচ্ছে না, তাই এখনই ‘কৃষ ৪’ নিয়ে ভাবছি না।”
ধার নিলেন সামান্থা
নাম করা এক অভিনেতার থেকে ধার নিতে হল সামান্থা রুথ প্রভুকে? এবার জল্পনায় জল ঢালতে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, “মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি? খুব খারাপ ডিল। আমি জানিয়ে রাখি এর চেয়ে অনেক কম খরচ হচ্ছে আমার। মায়োসাইটিস এমন এক অবস্থা, যে রোগে হাজার-হাজার মানুষ আক্রান্ত হন। তাই এর চিকিৎসা নিয়ে ভুল তথ্য দেবেন না।”
ট্রোলের শিকার রণিতা
ফের একবার সাহসী ছবিতে উষ্ণ রণিতা দাস। খোলা চুল, হালকা টাচআপ আর হট প্যান্ট—ছবি পোস্ট করে রণিতা লেখেন, “উইকেন্ড আর কনফিউশন যখন একসঙ্গে মিশে যায়।” নেটিজেনদের প্রশ্ন, ‘ঊর্ধ্বাঙ্গ কি তাঁর অনাবৃত?” যদিও ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, কালো স্প্যাগেটিতে নিজেকে মুড়েছেন রণিতা। তবে ট্রোল কোনওমতেই পিছু ছাড়ল না অভিনেত্রীর।
ভয় পাচ্ছেন ভিকি?
ভিকি কৌশলের ভয় কে কাটান জানেন? ভিকির কথায়, “একবার, অসমে হাজার-হাজার মানুষের সামনে পারফরম্যান্সের ডাক আসে। অত ভিড়ের মাঝে কাজ করতে গিয়ে বেশ বিপাকে পড়ে যাই আমি। ক্যাটরিনা কাইফ পৌঁছে গিয়েছিলেন আগেই, তখন সেখান থেকে আমায় একটা ভিডিয়ো পাঠিয়েছিল। ভিডিয়োতে দেখি, ওখানের শিশুরা আমায় উৎসাহিত করছে। বলছে, ‘অল দ্য বেস্ট ভিকি আঙ্কল।’ ব্যস, আমিও অনুপ্রেরণা পেয়ে গেলাম।”
বিস্ফোরক অঞ্জলি
অঞ্জলি আনন্দ, সদ্য মুক্তি পাওয়া ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিং-এর বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। কেরিয়ার প্রসঙ্গে মুখ খুলে অভিনেত্রী এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর কথায়, “শুরু-শুরুতে শুনতে হয়েছিল, আমি নাকি যৌন সম্পর্কের বিনিময়ে বলিউডে কাজ পান।”