Bollywood Gossip: শাহরুখ জানেনও না এই মহিলাকে খাওয়ান

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 25, 2023 | 7:19 PM

Shah Rukh Khan: শাহরুখ খানের জন্মদিনে এক বৃদ্ধার গল্প জানায় হিউম্যানস অব বম্বে নামের এক পেজ।

শাহরুখ খানের জন্মদিনে এক বৃদ্ধার গল্প জানায় হিউম্যানস অব বম্বে নামের এক পেজ। ওই বৃদ্ধা বলেন শাহরুখের কারণে তাঁর জীবন বদলে গেছে। তাঁর ডাল রুটির ব্যবস্থা করেছেন কিং খান। ফুটপাথে জিনিস বিক্রি করেন ওই বৃদ্ধা। ২ বছর আগে তাঁকে একজন বলেন শাহরুখের বাড়ির সামনে বসে জল বিক্রি করতে।

কিং খানের জন্মদিনে প্রচুর জলের বোতল সঙ্গে নিয়ে তিনি মন্নতের সামনে যান। দেখেন প্রচুর মানুষের ভিড়। লক্ষাধিক মানুষের জমায়েত সেখানে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ কিং খানের এক ঝলক দেখতে দাঁড়িয়ে থাকেন। আর তাঁরা জল কেনেন ওই মহিলার থেকে। ওই মহিলা বলেন তাঁর জীবনের সবথেকে উল্লেখযোগ্য দিন ছিল সেটি। সারা জীবনের সেরা উপার্জন হয় তাঁর। তারপর থেকে ওই বৃদ্ধা বারে বারে ফিরে গেছেন শাহরুখের বাড়ির কাছে। খালি হাতে ফেরেননি কখনও। জল নিয়ে দোকান সাজিয়ে বসেছেন। নতুন সিনেমার মুক্তি থেকে জন্মদিন সুপারস্টার শাহরুখ পরোক্ষে পেট ভরিয়েছেন ওই মহিলার। তাঁর কৃতজ্ঞতা শাহরুখ খানকে।