Loading video

Suhana Khan: শাহরুখ-কন্যার বোল্ড ছবি ভাইরাল!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 22, 2023 | 6:48 PM

একটি বিছানার উপর শুয়ে ফটো শুট করেছেন তিনি। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ার হট কেক। ছবির নীচে কমেন্টের ঝড় তুলেছেন অনুরাগীরা। সম্প্রতি এক নাম করা বিউটি ব্র্যান্ডের হয়ে ফটো শুট করেছেন সুহানা। গৌরি খান এই ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে শুধু সুহানা নয় রয়েছে গোটা পরিবার। খুব শিঘ্রই জোয়া আখতারের ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতখড়ি হবে সুহানার

বোল্ড লুকে ফ্যানেদের মনে ঝড় তুললেন সুহানা। মা গৌরি খানের ডিজ়াইন করা পোশাকেই ফটো শুট করেন তিনি। তাঁর পরনে সাদা টপ ও ডেনিম। সাধারণ জিন্স-টপেও সমানভাবে নজর কাড়ছেন স্টার কিড সুহানা। একটি বিছানার উপর শুয়ে ফটো শুট করেছেন তিনি। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ার হট কেক। ছবির নীচে কমেন্টের ঝড় তুলেছেন অনুরাগীরা। সম্প্রতি এক নাম করা বিউটি ব্র্যান্ডের হয়ে ফটো শুট করেছেন সুহানা। গৌরি খান এই ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে শুধু সুহানা নয় রয়েছে গোটা পরিবার। খুব শিঘ্রই জোয়া আখতারের ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতখড়ি হবে সুহানার। এখনই ফ্য়ানেদের মনে আগুন জ্বালাচ্ছেন শাহরুখ ও গৌরীর আদরের কন্যা। শুধু ওয়েস্টার্ন পোশাকই নয় মাঝেমধ্যে শাড়িও পরেন সুহানা। মনীশ মালহোত্রার ডিজ়াইন করা লাল শাড়ি ও হাত কাটা ব্লাউজেও সমানভাবে নজর কেড়েছেন তিনি।