Shreyas Iyer News: শুরু হয়েছে রিহ্যাব সেশন, IPL-এর শেষ কয়েকটি ম্যাচে দেখা যেতে পারে শ্রেয়স আইয়রকে
এখনই অস্ত্রোপচারের পথে হাঁটতে নারাজ তিনি। অস্ত্রোপচার করলে ৬ মাস মাঠের বাইরে থাকতে হত শ্রেয়সকে। ভারত-অস্ট্রেলিয়া আমদাবাদ টেস্টের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার
শনিবার আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সামনে পঞ্জাব কিংস। পিঠের চোটের কারণে বেশ কিছু ম্যাচেই অনিশ্চিত শ্রেয়স আইয়ার । স্টপগ্যাপ অধিনায়ক হয়েছেন নীতীশ রানা। ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেটাকে পাখির চোখ করেই রিহ্যাব শুরু করেছেন শ্রেয়স আইয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নাইট রাইডার্সের হয়ে আইপিএলে শেষ কয়েকটা ম্যাচ খেলতে চান শ্রেয়স। তাই এখনই অস্ত্রোপচারের পথে হাঁটতে নারাজ তিনি। অস্ত্রোপচার করলে ৬ মাস মাঠের বাইরে থাকতে হত শ্রেয়সকে। ভারত-অস্ট্রেলিয়া আমদাবাদ টেস্টের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দেন সেই চিকিৎসক। সেই পথে না হেঁটে এনসিএ-তে বোর্ডের চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। এনসিএর ফিট সার্টিফিকেট না পেলে অবশ্য মাঠে নামতে পারবেন না নাইট অধিনায়ক। বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে শ্রেয়সকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। আশা করা হচ্ছে,আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে হয়তো দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। তিনি নিজেও মরিয়া দ্রুত ফিট হয়ে উঠতে।