How To Get Lost Things At Train: ট্রেনে হারিয়েছে মোবাইল,পার্স, পাবেন কী করে?

How To Get Lost Things At Train: ট্রেনে হারিয়েছে মোবাইল,পার্স, পাবেন কী করে?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 01, 2023 | 3:03 PM

মোবাইল ফোন বা পার্স ট্রেন থেকে পড়ে গেলে, রেল ট্র্যাকের পাশের খুঁটিতে হলুদ ও কালো রঙে লেখা নম্বরটি নোট করে রাখুন। এর পর দেখবেন কোন দুটি রেলস্টেশনের মাঝখানে আপনার ফোন পড়েছে। তারপর আপনি ট্রেনের কোনও সহযাত্রী বা TTE এর ফোন ব্যবহার করতে পারেন

ট্রেনে অনেক সময় অবহেলার কারণে মোবাইল,পার্স বা ঘড়ির মতো মূল্যবান জিনিস ট্রেন থেকে পড়ে যায় বা হারিয়ে যায়। এমন পরিস্থিতিতে মানুষ কী করবেন বুঝে পান না। এমন অবস্থায় ফোন কোথাও পড়ে গেলে বা হারিয়ে গেলে অনেক সমস্যা হয়। আপনি কীভাবে হারানো লাগেজ বা ফোন খুঁজে পেতে পারেন? মোবাইল ফোন বা পার্স ট্রেন থেকে পড়ে গেলে, রেল ট্র্যাকের পাশের খুঁটিতে হলুদ ও কালো রঙে লেখা নম্বরটি নোট করে রাখুন। এর পর দেখবেন কোন দুটি রেলস্টেশনের মাঝখানে আপনার ফোন পড়েছে। তারপর আপনি ট্রেনের কোনও সহযাত্রী বা TTE এর ফোন ব্যবহার করতে পারেন। রেলওয়ে স্টেশন সম্পর্কে তথ্য পাওয়ার পর,রেলওয়ে পুলিশ ফোর্স হেল্পলাইন নম্বর ১৮২ বা রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯ এ কল করুন। আপনার হারানো লাগেজ সম্পর্কে জানান। তারপর আপনার নোট করে রাখা পোল নম্বর দিন। এই পোল নম্বরটি আপনার লাগেজ সনাক্ত করতে সাহায্য করবে। পোল নম্বরের সাহায্যে পুলিশ আপনার উল্লেখিত স্থানে পৌঁছে আপনার মোবাইল ফোন,পার্স বা ঘড়ি খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। পুলিশ আপনার হারিয়ে যাওয়া মালপত্র বা মোবাইল ফোন শুধুমাত্র ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তবে পুলিশ খুঁজে পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না। কেউ আপনার লাগেজ তুলে নিলে পুলিশ তার কোনও গ্যারান্টি নেবে না।