Virat Kohli News: পড়াশোনায় কেমন ছিলেন বিরাট কোহলি, জানেন?

Virat Kohli News: পড়াশোনায় কেমন ছিলেন বিরাট কোহলি, জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 01, 2023 | 3:25 PM

বিরাটেরও পড়াশোনা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছেন। উচ্চমাধ্যমিকের পরই বইপত্র তুলে রেখে পাকাপাকিভাবে ক্রিকেটের দিকে মনোযোগ দেন

বিরাট স্কুলজীবনে অঙ্কে ছিলেন বেশ কাঁচা। অঙ্কের জটিলতা তাঁর পছন্দ ছিল না। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়েও বেশি দখল ছিল না। বরং কোহলির পছন্দের বিষয় ছিল ইংরেজি ভাষা। ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই তুখোড় ছিলেন কোহলি। বিরাটেরও পড়াশোনা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছেন। উচ্চমাধ্যমিকের পরই বইপত্র তুলে রেখে পাকাপাকিভাবে ক্রিকেটের দিকে মনোযোগ দেন। ক্লাস ৯ পর্যন্ত পড়েছেন দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুলে। এরপর টুয়েলভ পর্যন্ত পশ্চিম বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন। মাধ্যমিক পরীক্ষা দেন সেই স্কুল থেকেই। ২০০৪ সালের সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৬০০র মধ্যে বিরাট পেয়েছিলেন ৪১৯ নম্বর। সবচেয়ে কম নম্বর পান অঙ্কে। দশম শ্রেণির পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন বিরাট? ইংরেজি পরীক্ষায় পান ৮৩ নম্বর। গ্রেড A1 হিন্দি পরীক্ষায় নম্বর ছিল ৭৫। গ্রেড B1 অঙ্ক পরীক্ষায় ১০০-র মধ্যে টেনেটুনে ৫১ নম্বর তোলেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পেয়েছিলেন ৫৫ নম্বর। গ্রেড C1 সোশ্যাল সায়েন্সে পান ৮১ নম্বর। গ্রেড A2 ইন্ট্রোডাকটরি IT বিষয়ে পান ৭৪। রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে,স্কুলজীবনে বিরাট খুব একটা খারাপ ছাত্র ছিলেন না। অতীতে কোহলি জানিয়েছেন,ক্রিকেটের থেকে পরীক্ষায় পাশ নম্বর জোগাড় করতে বেশি পরিশ্রম করতে হয়েছে।

Published on: Apr 01, 2023 03:25 PM