Sign Of Cholesterol: পায়ে সমস্যা বাড়ায় কোলেস্টেরল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 30, 2023 | 8:21 PM

Cholesterol Symptoms: ঘুমের মধ্যে পায়ের মাসলে টান ধরে। পায়ের রক্তনালীতে কোলেস্টেরল জমলে এরকম হয়। পেরিফেরাল আর্টারি ডিজিজে আক্রান্ত হলে পায়ের ক্ষত তাড়াতাড়ি সারে না

মহামারীর আকার ধারণ করেছে কোলেস্টেরলের উচ্চ মাত্রা। রক্তনালীতে কোলেস্টেরল জমলে রক্ত প্রবাহ কমে যায়। তার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। কেবল হৃদরোগের ঝুঁকিই নয় কোলেস্টেরল আরও অন্য সমস্যাও ডেকে আনে। পায়ের রক্তনালীতে কোলেস্টেরল জমলে পা ঠাণ্ডা হয়। চড়া গরমেও পা ঠাণ্ডা থাকে। কোলেস্টেরলে পায়ের রঙ পরিবর্তন হতে পারে। ফ্যাকাসে বা নীল হতে পারে পা। পায়ে কোলেস্টেরল জমলে পেরিফেরাল আর্টারি ডিজিজ হয়। সমস্যা বাড়লে অক্সিজেন যুক্ত রক্ত পায়ের বিভিন্ন অংশে পৌঁছয় না। ব্যথা জ্বালা বাড়ে কাফ মাসল আর থাইয়ের মাসলে। ঘুমের মধ্যে পায়ের মাসলে টান ধরে। পায়ের রক্তনালীতে কোলেস্টেরল জমলে এরকম হয়।