Snake: শোওয়ার ঘরে সাপ, দেখুন!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 28, 2023 | 4:02 PM

Viral Video: সাপ ধরতে এসে বনদপ্তরের কর্মীরা সচেতনতার পাঠ দিলেন এলাকার মানুষজনকে। বাড়ির মধ্যে সাপ প্রবেশ করলে কি করবেন সেই বিষয়টিও এলাকার মানুষকে জানান বনদপ্তরে কর্মীরা।

শোবার ঘর থেকে উদ্ধার বিশাল আকারে খরিস সাপ যাকে ঘিরে হুলুস্থুল কাণ্ড,খবর পেয়ে সাপ মারতে রাতের বেলায় লাঠিসোটা নিয়ে হাজির হয় প্রতিবেশীরা।বাড়ির কর্তা সাপ মারতে অনিচ্ছুক খবর দেয়া হয় বনদপ্তরে। দীর্ঘক্ষণ পর বনদপ্তরের কর্মীরা এসে রাতেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা বোয়ালিয়া গ্রামে। বনদপ্তর সূত্রে খবর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা শান্তি সিং এর বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার হয় প্রায় ছয় ফুট লম্বা বিশাল আকারের খরিশ সাপ।রাত এগারোটা নাগাদ সাপটিকে দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ে, পরিবারের সদস্যরা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে প্রতিবেশীরাও ছুটে আসেন। অবশেষে সাপটিকে না মেরে বনদপ্তরের হাতে তুলে দিল শান্ত সিং ও তার পরিবারের সদস্য। বর্ষা কাল কৃষি প্রধান এলাকায় বাড়ি তাই বাড়ির মধ্যে মাঝেমধ্যে সাপ প্রবেশ করতে পারে। সাপ ধরতে এসে বনদপ্তরের কর্মীরা সচেতনতার পাঠ দিলেন এলাকার মানুষজনকে। বাড়ির মধ্যে সাপ প্রবেশ করলে কি করবেন সেই বিষয়টিও এলাকার মানুষকে জানান বনদপ্তরে কর্মীরা।