South 24 Pgs Trinamool: পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতৃত্বদের ঝাঁটা নিয়ে তাড়ালো গ্রামবাসীরা

South 24 Pgs Trinamool: পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতৃত্বদের ঝাঁটা নিয়ে তাড়ালো গ্রামবাসীরা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 13, 2023 | 12:57 PM

হাসনাবাদে সরকারি ড্রেনের উদ্বোধন করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি। আহত দুই পক্ষের পাঁচ। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে তাড়া করলেন তৃণমূলের এক গোষ্ঠীকে৷ এলাকায় উত্তেজনা থামাতে পৌছায় হাসনাবাদ থানার পুলিশ।

হাসনাবাদে সরকারি ড্রেনের উদ্বোধন করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি। আহত দুই পক্ষের পাঁচ। গ্রামের মহিলারা ঝাঁটা হাতে তাড়া করলেন তৃণমূলের এক গোষ্ঠীকে৷ এলাকায় উত্তেজনা থামাতে পৌছায় হাসনাবাদ থানার পুলিশ। বসিরহাটের হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর গ্রামে ৫৪ নম্বর বুথে ৭ লক্ষ ৯৮ হাজার ৮৪৩ টাকার একটি ড্রেনের কাজ ২৮/৪/২০২৩ এ শুরু হওয়ার কথা ছিল। কাজ শুরু হয় গত সোমবার থেকে। চারদিন কাজ চলে ঐ ড্রেন তৈরির। সেই কাজের উদ্বোধন করেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুনরায় এদিন সেখানে ড্রেনের কাজ উদ্বোধন করার জন্য মাইক, চেয়ার ও টেবিল পাঠায় পঞ্চায়েত সদস্য মন্দিরা দাশ মণ্ডলের স্বামী তথা অঞ্চল ওয়ার্কার প্রেসিডেন্ট শংকর মন্ডল। এই সময় গ্রামবাসীরা ঝাঁটা লাঠি নিয়ে ঐ তৃণমূল নেতৃত্বকে তাড়িয়ে দেয় এলাকা থেকে। একই সাথে চেয়ার টেবিল মাইক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষের লোকজনদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, দুই পক্ষের আহত হয় ৫ জন।