বেহালা পশ্চিমে বৈশাখীর জন্য টিকিট দাবি, না পেয়েই কি ক্ষুব্ধ শোভন?
TV9 বাংলায় শোভন-বৈশাখীর (Sovan-Baishakhi) এক্সক্লুসিভ সাক্ষাৎকার।
শোভন চ্যাটার্জির (Sovan Chatterjee) কেন্দ্র বেহালা পূর্বে বিজেপি প্রার্থী পায়েল সরকার (Payel Sarkar)। কেন এই কেন্দ্র থেকে প্রার্থী করা হল না কলকাতার প্রাক্তন মেয়র তথা মমতা মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে? প্রশ্ন তুলে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা শোভন বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনেছেন বৈশাখী। শুধু তাই নয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghsoh) চিঠি লিখে দলত্যাগও করেছেন শোভন-বৈশাখী। এরপর তাহলে কী? সোজাসাপটা আলোচনায় একসঙ্গে শোভন এবং বৈশাখী, শুধুমাত্র TV9 বাংলায়।
Latest Videos