Spy Note App: স্পাই নোট এক ভয়ানক অ্যাপ
এক ভয়ঙ্কর অ্যাপের সন্ধান পাওয়া গেল। এর নাম স্পাই নোট। ফোনের যাবতীয় এসএমএস ও কল রেকর্ড করতে পারে এই অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান অ্যাপ্লিকেশন। এই অ্যাপ চুরি করে ব্যাঙ্কিংয়ের যাবতীয় তথ্য।
এক ভয়ঙ্কর অ্যাপের সন্ধান পাওয়া গেল। এর নাম স্পাই নোট। ফোনের যাবতীয় এসএমএস ও কল রেকর্ড করতে পারে এই অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান অ্যাপ্লিকেশন। এই অ্যাপ চুরি করে ব্যাঙ্কিংয়ের যাবতীয় তথ্য। এমনকি ফোনের ক্যামেরার সাহায্যে নজরদারিও চালাতে পারে গোপনে। পড়ে নিতে পারে ফোনের হোমস্ক্রিন। আপনি কী কী অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন গোপনে তাও জানতে পারে এই অ্যাপ।
বিশেষজ্ঞরা বলছেন একবার ফোনে এই অ্যাপ ঢুকে পড়লে সর্বনাশ। বাইরে থেকে ট্রিগার করে চালু হয়ে যায় স্পাই নোট। তারপর ফোনের সমস্ত অডিও ভিডিও এবং তথ্যে নিয়ন্ত্রণ চলে যায় অ্যাপটির হাতে। সাইবার বিশেষজ্ঞদের মতে ফোনে কোনভাবে এই অ্যাপ একবার ঢুকলে তাকে আন ইনস্টল করা কার্যত অসম্ভব। মনে হবে যেন একটি ফোন থেকে বিদায় নিয়েছে। আদতে তা ছদ্মবেশে লুকিয়ে থেকে যায় ভুক্তভোগীর ফোনেই। খুবই চতুর এই অ্যাপ।