Fossil In China: চিনে পাখি নাকি ডাইনোসর

Fossil In China: চিনে পাখি নাকি ডাইনোসর

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 4:51 PM

১৪৮ থেকে ১৫০ মিলিয়ন বছর আগে, একটি অদ্ভুত ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে চিনে। জীবাশ্ম বিশ্লেষণ করে জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন মাটিতে দৌড়ত এরা। এদের পা লম্বা, লেজ লম্বা। এই প্রজাতিটির মধ্যে অ্যাভিস বা পাখির চারিত্রিক লক্ষণ দেখা যাচ্ছে। বিবর্তনের ইতিহাসে ডায়ানোসরের পরেই এসেছে পাখি বা অ্যাভিস।

১৪৮ থেকে ১৫০ মিলিয়ন বছর আগে, একটি অদ্ভুত ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে চিনে। জীবাশ্ম বিশ্লেষণ করে জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন মাটিতে দৌড়ত এরা। এদের পা লম্বা, লেজ লম্বা। এই প্রজাতিটির মধ্যে অ্যাভিস বা পাখির চারিত্রিক লক্ষণ দেখা যাচ্ছে। বিবর্তনের ইতিহাসে ডায়ানোসরের পরেই এসেছে পাখি বা অ্যাভিস। বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার পাখির উৎসের বিবর্তনে গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোকপাত করে। চাইনিজ একাডেমির মেরুদন্ডী জীবাশ্মবিদ্যা ও জীবাশ্মবিশেষবিদ্যা ইনস্টিটিউটের মিন ওয়াং। তাঁর মতে ফুজিয়ানভেনেটরের কঙ্কালের বৈশিষ্ট্যে মিশ্রণে ভরা। ওয়াং এর মতে “ফুজিয়ানভেনেটর একটি শব্দে ‘উদ্ভট’ কোনও আধুনিক পাখির মতো নয়”। ডাইনোসরের বিবর্তনে উল্লেখযোগ্য ঘটনা থেরোপডের আবির্ভাব। ছোট পালকযুক্ত দু পেয়ে ডাইনোসররা জুরাসিক যুগের শেষে পাখির জন্ম দেয়। প্রাচীনতম পরিচিত পাখি – আর্কিওপ্টেরিক্স – প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে জার্মানিতে ছিল। ফুজিয়ানভেনেটর হল অ্যাভিলান্স গোষ্ঠীর সদস্য যাতে পড়ে সমস্ত পাখি ও তাদের নিকটতম নন-এভিয়ান ডাইনোসররা। ৬৬ মিলিয়ন বছর আগে গ্রহাণু হামলা থেকে পাখিরা বেঁচে যায় নন-এভিয়ান ডাইনোসররা ধ্বংস হয়। এদের দেহার গঠন দেখে মনে হয় এই ডাইনোসররা আদিম পাখির বাসস্থান ভাগ করত। বলছেন নেচার পত্রিকার গবেষক জীবাশ্মবিদ ঝংহে ঝো। একটি হ্যান্ড আউটে ফুজিয়ানভেনেটরকে ডাইনোসর জাতীয় সরীসৃপ শিকার করতে দেখা যাচ্ছে।