Bankura News: বিডিওকে ঘিরে ধরলেন স্কুল ও কলেজ পড়ুয়া, কেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 28, 2023 | 3:36 PM

বর্ষায় অত্যন্ত বেহাল হয়ে পড়া দুটি কাঁচা রাস্তা পাকা করার দাবীতে এবার এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ল। অবিলম্বে রাস্তা পাকা করার দাবীতে মিছিল ও পথ অবরোধের পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। আন্দোলনে সামিল হল এলাকার স্কুল ও কলেজ পড়ুয়ারাও। ঘটনা বাঁকুড়ার বড়জোড়ার।

বর্ষায় অত্যন্ত বেহাল হয়ে পড়া দুটি কাঁচা রাস্তা পাকা করার দাবীতে এবার এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ল। অবিলম্বে রাস্তা পাকা করার দাবীতে মিছিল ও পথ অবরোধের পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। আন্দোলনে সামিল হল এলাকার স্কুল ও কলেজ পড়ুয়ারাও। ঘটনা বাঁকুড়ার বড়জোড়ার। বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়া ডাক্তার মোড় থেকে মানগ্রাম ৪.৫ কিলোমিটার এবং চাঁদাই হাই রোড থেকে রাজপ্রসাদপুর পর্যন্ত ৩ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল। বর্ষায় কাঁচা এই দুটি রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে। রাস্তার মাঝে মাঝে গর্তে বর্ষার জল জমে পুকুরের আকার ধারণ করেছে। তা ডিঙিয়েই দৈনন্দিন প্রয়োজনে স্থানীয় বড়জোড়া ব্লকের মানগ্রাম, রাজপ্রসাদপুর, মন্দারবনি, তাজপুর ও রাজমাধবপুর গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন। তাছাড়া বেহাল এই দুটি রাস্তা দিয়ে হাট আশুড়িয়া, তাজপুর, বড়জোড়া সহ তিন চারটি হাইস্কুল এবং বড়জোড়া ও সোনামুখী কলেজের পড়ুয়ারা রোজ যাতায়াত করতে বাধ্য হয়। বেহাল রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় মাঝেমধ্যেই স্কুল কলেজে যেতে পারেনা এলাকার পড়ুয়ারা। এই অবস্থায় বেহাল কাঁচা ওই দুটি রাস্তা পাকা করার দাবীতে মানগ্রাম, রাজপ্রসাদপুর, মন্দারবনি, তাজপুর ও রাজমাধবপুর গ্রামের মানুষ প্রথমে বড়জোড়ায় মিছিল করে। পরে বড়জোড়া বিডিও অফিস মোড়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর বড়জোড়া ব্লকের বিডিও অফিস ঘেরাও করে লাগাতার বিক্ষোভ শুরু করে ওই গ্রামগুলির বাসিন্দা ও স্কুল কলেজের পড়ুয়ারা। প্রশাসনের তরফে ওই দুটি রাস্তা পাকা করার প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত বিডিও অফিসের সামনে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।