Sugar Cane Benefits: মুশকিল আসান আখের রসে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 7:33 PM

আখের রস মুখে মাখলে মুখে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস কমে, তেলতেলে ভাবও উধাও হয়। প্রতিদিন মুখে লাগালে আখের রস ব্রণর দাগ কমায়। শুষ্ক ত্বকে জলের জোগান দিয়ে ত্বক হাইড্রেটেড রাখে আখের রস। আখের রসের গ্লাইকোলিক অ্যাসিড ময়েশ্চারাইজারের কাজ করে। আখের ভিটামিন এ, সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য কমায়। ফ্রি র‍্যাডিকেল থেকে ত্বককে বাঁচায় আখের রস। পাওয়া যায় কোমল ত্বক

গরমে স্বস্তি পেতে অনেকেই আখের রস পান করেন। শরীর হাইড্রেটেড রাখতে, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে আখের রসের জুড়ি মেলা ভার। আখের আলফা হাইড্রক্সি অ্যাসিড সিবাম নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ ও ফুসকুড়ি কমায়। আখের রস মুখে মাখলে মুখে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস কমে, তেলতেলে ভাবও উধাও হয়। প্রতিদিন মুখে লাগালে আখের রস ব্রণর দাগ কমায়। শুষ্ক ত্বকে জলের জোগান দিয়ে ত্বক হাইড্রেটেড রাখে আখের রস। আখের রসের গ্লাইকোলিক অ্যাসিড ময়েশ্চারাইজারের কাজ করে। আখের ভিটামিন এ, সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য কমায়। ফ্রি র‍্যাডিকেল থেকে ত্বককে বাঁচায় আখের রস। পাওয়া যায় কোমল ত্বক। প্রাকৃতিক আলফা হাইড্রক্সি অ্যাসিড পাওয়া যায় আখে। নিয়মিত মুখে আখের রস মাখলে মৃত কোষ মুক্ত হয় ত্বক। কোনও আঘাত বা চোটের ক্ষত নিরাময়ে আখের রসের ভিটামিন সি কাজে লাগে। চুলের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক আখের রস। খুসকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে আখের রস। পিএইচ ব্যাল্যান্স বজায় রেখে চুলের কন্ডিশনার হিসাবে কাজ করে আখের রস। আখের রস পানেও চুলের স্বাস্থ্য ভাল থাকে। ফেস প্যাক, ফেস টোনার হিসাবেও আখের রসের ব্যবহার করা হয়। শ্যাম্পু করার পর আখের রস মাখলে চুল সজীব থাকে।