Sukanta Majumdar: জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jan 16, 2025 | 8:00 PM

মুর্শিদাবাদে মানা হয়নি সেসব কোনও নিয়ম। বেনিয়মের নেপথ্যে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। তাঁর দাবি, ডিএম এর শাশুড়ি একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই বেনিয়ম সম্ভব হচ্ছে। সুকান্তর অভিযোগ, এই দুর্নীতির ফলেই স্কুলে স্কুলে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী, যার ফলে মুর্শিদাবাদে প্রেশার কুকার বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে

মিড-ডে মিলে দুর্নীতি নিয়ে বারংবার সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবার মুর্শিদাবাদের জেলা শাসকের বিরুদ্ধে পিএম পোষণ তহবিলের অপব্যবহারের গুরুতর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন অনুযায়ী, পিএম পোষণ তহবিল স্কুল বা ব্লক স্তরে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সরঞ্জাম সরবরাহে কোনও বিলম্ব না হয়। কেন্দ্রীয় সরকারের ৬০% এবং রাজ্য সরকারের ৪০% তহবিলের এই প্রকল্পে, ডিসেন্ট্রালাইজড ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, মুর্শিদাবাদ জেলার ডিএম একক কোটেশনের মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা একই কোম্পানিকে দিয়েছেন, যা রাজ্য সরকারের নিয়ম-বিরুদ্ধ। রাজ্য সরকারের একটি সার্কুলারে স্পষ্ট করে বলা আছে, ১ লক্ষ টাকার বেশি মূল্যের টেন্ডার কেন্দ্রীয় টেন্ডার পোর্টালের মাধ্যমেই করতে হবে। মুর্শিদাবাদে মানা হয়নি সেসব কোনও নিয়ম। বেনিয়মের নেপথ্যে বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের। তাঁর দাবি, ডিএম এর শাশুড়ি একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এই বেনিয়ম সম্ভব হচ্ছে। সুকান্তর অভিযোগ, এই দুর্নীতির ফলেই স্কুলে স্কুলে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী, যার ফলে মুর্শিদাবাদে প্রেশার কুকার বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছে।