Sunny Deol Bungalow: বক্স অফিসে ৫০০ কোটি, এদিকে ঋণ শোধ করতে পারলেন না সানি?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 20, 2023 | 9:32 PM

ব্যাঙ্ক থেকে ৫৫ কোটি ঋণ নিয়েছিলেন গদর ২ অভিনেতা সানি দেওল। বন্দক রেখেছিলেন নিজের বাংলো। সেই লোন শোধ করতে না পারাতেই বিপত্তি। সূত্রের খবর এবার নিলামে উঠছে সানি দেওলের বাংলো। ২৫ সেপ্টেম্বর অনলাইন নিলাম হবে এই ভিলার।

নিলামে সানির বাড়ি
ব্যাঙ্ক থেকে ৫৫ কোটি ঋণ নিয়েছিলেন গদর ২ অভিনেতা সানি দেওল। বন্দক রেখেছিলেন নিজের বাংলো। সেই লোন শোধ করতে না পারাতেই বিপত্তি। সূত্রের খবর এবার নিলামে উঠছে সানি দেওলের বাংলো। ২৫ সেপ্টেম্বর অনলাইন নিলাম হবে এই ভিলার।

ট্রোল কীভাবে সামলান অনন্যা?
কেরিয়ারের শুরু থেকেই ট্রোলের শিকার অনন্যা পাণ্ডে। তবে সেই ট্রোল সামলান কীভাবে? প্রশ্ন করতেই অনন্যা উত্তর দিলেন, তিনি সমালোচনা গ্রহণ করেন। ট্রোলের বিষয় মাথা ঘামাতে চান না। এখনও অনেকটা শেখার বাকি, সেই দিকেই নজর দিতে চান ড্রিম গার্ল ২ অভিনেত্রী।

আসছে বর্ডার ২?
গদর ২ যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছে, তাতে আশার আলা দেখছে বলিউড। সিনেপাড়ার তাই নতুন চাহিদা সানি দেওল। গদর ২-র পর এবার নাকি আসতে চলেছে বর্ডার ২, সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই সম্পর্কে নিশ্চিত কোনও খবর এখনও মেলেনি।

কবে বিয়ের পিঁড়িতে পরিণীতি?
বিয়ের পিঁড়িতে বসতে চলেছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ২৫ সেপ্টেম্বর চার হাত এক হওয়ার খবরই মিলছে। রাজস্থানের এক বিলাস বহুল পাঁচতারা হোটেলে বসবে এই বিয়ের আসর বলেই বলিউড সূত্রে খবর।

বিতর্কে কেবিসি
ছেলেকে জিতিয়ে দিতে এই কাণ্ড? সম্প্রতি ছবি ঘুমর-এর প্রচারে KBC -তে এসেছিলেন অভিষেক বচ্চন। সেখানে ৬লাখ ৪০ হাজার টাকার প্রশ্ন বড্ড বেশি সোজা করে বসেন শো সঞ্চালক অমিতাভ বচ্চন। তাতেই চটল নেটপাড়া। তাঁদের প্রশ্ন, এই রিয়্যালিটি শো পুরোটাই সাজানো। স্ক্রিপ্টেড।

আবারও বক্স অফিসে ধাক্কা
সদ্য মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ছবি ঘুমর। তবে আবারও বক্স অফিসে ধাক্কা খেতে হল। প্রথম দুই দিনে ছবি মোট আয় করল মাত্র ২ কোটি টাকা। ফলে এবারও ভাগ্যের চাকা ঘুরল না অভিষেকের বলেই ধারণা বলিউডের অন্দরমহলের।

সারপ্রাইজ়ড দিশা
টাইগার শ্রফকে দেখা যায়নি দিশা পাটানির জন্য এমন কিছু করতে। কী এমন করলেন দিশার বর্তমান বন্ধু অ্যালেক্সজেন্ডার? এক ভিডিয়োতে দেখা যাচ্ছে অ্যালেক্সের বাইসেপ্সে দিশার মুখ। হ্যাঁ, প্রেমিকার মুখই ট্যাটু করিয়েছেন তিনি। যা দেখে নেটিজেনদের একটাই মত, ‘অ্যালেক্সই দিশার আদর্শ প্রেমিক।”

সরব হুডা
সময়টা ২০০৬ থেকে ২০০৯– এই তিন বছর রণদীপ হুডার সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন। কিন্তু তিন বছর পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। কী কারণে হয়েছিল ব্রেকআপ? তা নিয়ে বহুদিন পর মুখ খুলেছিলেন রণদীপ, বলেছিলেন– সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকায় আমি খ্যাতির মুখোমুখি হয়েছিলাম, এ কথা ঠিক। কিন্তু আমি সাইডলাইনেও ছিলাম তখন, আমি তো তখনও তারকা হয়ে উঠিনি।”

ট্রোল্ড অনামিকা
সম্প্রতি অনামিকা চক্রবর্তীকে এক ভিডিয়োতে নাচতে দেখা গিয়েছে। যেখানে স্পষ্ট তাঁর ক্লিভেজ। স্মোকি আই আর ন্যুড লিপসে তিনি সুপার হট। কিন্তু সেই ভিডিয়োর কমেন্ট বক্সে ধেয়ে এল কটাক্ষের ঝড়। তাঁর শরীর নিয়ে নোংরা ভাষায় আক্রমণ নেটিজেনদের একটা বড় অংশের। একজন লিখেছেন, “বিচ্ছেদ হয়ে গেল নাকি এর মধ্যেই? এ সব কী ধরনের পোশাক?”