Gadar 2: ‘পাঠান’-এর টিকিট বুকিংকে ছাপিয়ে গেল ‘গদর ২’

Gadar 2: ‘পাঠান’-এর টিকিট বুকিংকে ছাপিয়ে গেল ‘গদর ২’

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 09, 2023 | 9:18 PM

২২ বছর পর মুক্তি পেতে চলেছে 'গদর'-এর সিক্যুয়েল। সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত এই ছবির নাম 'গদর ২।' জাতীয় স্তরে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৫ হাজার ৩০০টি।

 

মুক্তির আগেই বাজিমাত ‘গদর ২’-এর
২২ বছর পর মুক্তি পেতে চলেছে ‘গদর’-এর সিক্যুয়েল। সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত এই ছবির নাম ‘গদর ২।’ জাতীয় স্তরে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৫ হাজার ৩০০টি। যা ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের ‘পাঠান’-এর আগাম বুকিংকেও। এই হিসেব যদিও শুধুমাত্র ফার্স্ট ডে-র অ্যাডভান্স বুকিংয়ের।

আক্ষেপ করণের
মুভি মাফিয়ার ট্যাগ, কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর? সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, “সেই সময় আমায় শক্ত থাকতেই হতো, আমার জন্য আমার মায়ের জন্য। তবে এখন তো আমায় নগ্ন করে ছেড়েছে, এখন আর কীসের লজ্জা?”

পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’?
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পিছিয়ে যাচ্ছে ‘পুষ্পা ২’-এর মুক্তি। ইতিমধ্যে শেষ হয়েছে ছবির ৪০ শতাংশ শুট, তবে সমস্যা কোথায়? সূত্রের খবর অনুযায়ী, চিত্রনাট্য সম্পূর্ণ তৈরি হয়ে গেলেও তাতে কিছু বদল আনতে চান পরিচালক সুকুমার। পাশাপাশি আল্লু অর্জুন চান না যাতে ছবি পরের বছর মার্চের আগে মুক্তি পাক। সেই কারণেই সাময়িক থমকে গেল ছবির কাজ।

বিপাকে ‘OMG 2’
এবার বিপাকে ‘OMG 2’ ছবি। সম্প্রতি মহাকাল মন্দিরের পুরোহিতরা প্রতিবাদে সরব হয়েছেন, ছবিতে অপ্রীতিকর দৃশ্য থাকার খবর কানে পৌঁছতেই তাঁরা তা বাদ রাখার আবেদন জানিয়েছিলেন। এবার আইনি নোটিস পাঠালেন তাঁরা নির্মাতাকে। ছবি থেকে বাদ দিতে হবে মহাকাল মন্দিরে শুটিং-এর দৃশ্য। নয়তো ছবি বয়কট করার হুমকি দিলেন তাঁরা।

নাগরিকত্ব নিয়ে আলিয়া
আলিয়া ভাট ভারতীয় নন! তাঁর রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। আলিয়ার হলিউড ডেবিউ ঘটতে চলেছে যে ছবিতে, তার নায়িকা গ্যাল গ্যাডটের করা এক প্রশ্নে আলিয়া বলেন, “আমার মা বার্মিংহামে জন্মান। কিন্তু আমি ভারতে জন্মেছি ও এখানেই বড় হয়ে উঠেছি।”

কেন বড়পর্দায় নয়?
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘প্রলয়’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। তবে ‘আবার প্রলয়’ কেন ওটিটি-তে? প্রশ্ন শুনেই রাজ জানালেন, বিশ্বজুড়ে ওটিটি-তে যে ধরনের কাজ হচ্ছে, তাতে বাংলা ওটিটি-র প্রযোজনার মান বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া।

মহিষাসুরমর্দিনী কোয়েল?
মহালয়ার বাকি প্রায় দুই মাস। কিন্তু চ্যানেলগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ওই দিন সকালে টিভির পর্দায় নায়িকারা প্রতিবারই আসেন মহিষাসুরমর্দিনী রূপে। কোয়েল মল্লিকও তাঁর ব্যতিক্রম নন। এবারেও মহিষাসুরমর্দিনী হওয়ার অফার গিয়েছে তাঁর কাছে, সূত্র জানাচ্ছে এমনটাই। সব ঠিক থাকলে স্টার জলসায় দেখা যাবে তাঁকে।

ছোট পর্দায় সুস্মিত?
সাত মাস হল শেষ হয়েছে সুস্মিত মুখোপাধ্যায় এবং শ্রাবণী ভুঁইঞা অভিনীত সিরিয়াল ‘মাধবীলতা’। সূত্র জানাচ্ছে, আবারও ফিরছেন সুস্মিত। প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’-এর নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে তাঁকে, সূত্র বলছে তেমনটাই। যদিও সুস্মিতের তরফে এখনই এ বিষয়ে কোনও অফিশিয়াল মন্তব্য পাওয়া যায়নি।

‘বিগ বস’-এ সব মিথ্যে!
এই সিজনে ‘বিগবস’ ওটিটি নিয়ে বিতর্ক জারি। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ক্লিপিং সামনেই আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। দেখা গিয়েছে, এই সিজনের হেভিওয়েট প্রতিযোগী পূজা ভাট লুকিয়ে-লুকিয়ে ফোন ব্যবহার করছেন, ‘বিগ বস’-এর নিয়মানুসারে যা অনৈতিক। এর পরেই ওই রিয়ালিটি শো’র সত্যতা নিয়ে দর্শক তুলেছেন প্রশ্ন।