Child Heart Disease: ছোটদের হৃদরোগ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 27, 2023 | 4:38 PM

ছোটদের হৃদরোগ। হৃদযন্ত্রের সমস্যা ছোটদেরও হয়। সেক্ষেত্রে জরুরি তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়া। ছোটদের হৃদরোগের লক্ষণ গুলো কীভাবে বুঝবেন? সদ্যোজাতরা হঠাৎ জোরে শ্বাস নেয়। ঘেমে মুখ দিয়ে শ্বাস নেয় সদ্যোজাতরা।

ছোটদের হৃদরোগ। হৃদযন্ত্রের সমস্যা ছোটদেরও হয়। সেক্ষেত্রে জরুরি তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়া। ছোটদের হৃদরোগের লক্ষণ গুলো কীভাবে বুঝবেন? সদ্যোজাতরা হঠাৎ জোরে শ্বাস নেয়। ঘেমে মুখ দিয়ে শ্বাস নেয় সদ্যোজাতরা। জিভ ও মাড়ি হঠাৎ নীল হয়ে যায়। অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে খুদে আর খুব ছটফট করে। একটু বড় বাচ্চাদের মধ্যেও অনেকটা একই রকম লক্ষণ দেখা যায়। তারা অন্য শিশুদের তুলনায় শারীরিক সক্ষমতা কম হয়। তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠে। ১০ এর বেশি বয়সীরা হৃদরোগে আক্রান্ত হলে তাদের বুক ধড়ফড় করে। বুকে ব্যথা হয়, খুব ঘাম হয়। হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। সন্তান কনজেনিটাল হার্ট ডিজিজ আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যদি অস্ত্রপচারের প্রয়োজন অনুভব করেন করিয়ে নিন। বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের পরে ছোটরা স্বাভাবিক জীবন লাভ করে। যাদের সার্জারির দরকার নেই তাদের ক্ষেত্রে ওষুধেই রোগ সেরে যায়