Reserve Bank Of India News: মালিকানাহীন টাকা দিচ্ছে আরবিআই
মালিকানাহীন টাকা দিচ্ছে আরবিআই। দাবিহীন আমানত ক্রমবর্ধমান। এই প্রবণতায় লাগাম টানতে চলেছে আরবিআই। সম্প্রতি আরবিআই চালু করেছে উদ্গম UDGAM নামক একটি পোর্টাল। আনক্লেমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাকসেস ইনফরমেশন।
মালিকানাহীন টাকা দিচ্ছে আরবিআই। দাবিহীন আমানত ক্রমবর্ধমান। এই প্রবণতায় লাগাম টানতে চলেছে আরবিআই। সম্প্রতি আরবিআই চালু করেছে উদ্গম UDGAM নামক একটি পোর্টাল। আনক্লেমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাকসেস ইনফরমেশন। মূলত দাবিহীন ডিপোজিট সম্পর্কে সাধারণ দেশবাসীকে ওয়াকিবহাল করতেই এই পোর্টাল। আরবিআই ব্যাঙ্কে গিয়ে দাবিহীন ডিপোজিট সম্পর্কে জানতে উৎসাহিত করছে। সচেতনতা মূলক প্রচারও কড়ছে আরবিআই। UDGAM এ যেকেউ নিজের দাবিহীন আমানত বা অ্যাকাউন্ট শনাক্ত করতে পারবেন। এখন সাতটি ব্যাঙ্কের আমানতকারীরা এই পোর্টাল ব্যবহার করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ধনলক্ষ্মী ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিটিব্যাঙ্ক, ডিবিএস ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকরা এই সুবিধা পাবেন। আরবিআই ইনফরমেশন টেকনোলজি ও ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যালায়েড সার্ভিস এই পোর্টাল তৈরি করেছে।