Mental Health: পেটের অসুখে মনোরোগ!
মানসিক চাপ হলে পেটের সমস্যা বাড়ে। নরওয়ের একটি গবেষণা জানাচ্ছে মানুষের অন্ত্রের ১৩২টি জিনোম অন্ত্রের রোগ ছাড়াও মনোরোগ ঘটায়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে গবেষণায় উঠে আসে এই তথ্য। আরও বেশ কটি পেটের রোগের সঙ্গে মনোরোগ ঘটায় এমন যোগ পাওয়া গেছে। এর নেপথ্যে আছে গাট ব্রেন অ্যাক্সিসের গোলমাল।
মানসিক চাপ হলে পেটের সমস্যা বাড়ে। নরওয়ের একটি গবেষণা জানাচ্ছে মানুষের অন্ত্রের ১৩২টি জিনোম অন্ত্রের রোগ ছাড়াও মনোরোগ ঘটায়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে গবেষণায় উঠে আসে এই তথ্য। আরও বেশ কটি পেটের রোগের সঙ্গে মনোরোগ ঘটায় এমন যোগ পাওয়া গেছে। এর নেপথ্যে আছে গাট ব্রেন অ্যাক্সিসের গোলমাল। গাট ব্রেন অ্যাক্সিস অন্ত্র ও মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে একসঙ্গে প্রভাবিত করে। ৫৩,৪০০ জন রোগী ও ৪,৩৩,২০১ জন সুস্থ মানুষের ওপরে করা হয় এই গবেষণা। একই জিন ভাণ্ডার প্রভাবিত করে অন্ত্র ও মস্তিষ্ককে। এই কারণে স্নায়ুতন্ত্রকে বলা হয় সেকেন্ড ব্রেন। ওই গবেষণায় জানা গেছে মানুষের অন্ত্রে থাকে ২০০০ অণুজীব। এই অণুজীব গুলি হিস্টামিন, অ্যাসিটাইলকোলিন, সেরোটোনিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, ক্যাটেকোলামাইন তৈরি করে। এই রাসায়নিকের ভারসাম্য নষ্ট হলেই সৃষ্টি হয় বিভিন্ন মনোরোগ। কেমোকাইনস ও সাইটোকাইনস প্রদাহ সৃষ্টি করে আইবিএসে। এই দুই রাসায়নিক রক্ত দ্বারা বাহিত হয়ে মস্তিষ্কে এসে তৈরি করে নানান মনোরোগ। সেরোটোনিনের মাত্রা এলোমেলো হলে হয় ৯০% মানসিক সমস্যা। আর এই সেরোটোনিনের মাত্র ১০% তৈরি হয় মস্তিষ্কে। বাকি ৮০% ই উৎপন্ন হয় অন্ত্রে। তাই বিশেষজ্ঞরা ও চিকিৎসকরা বলছেন পেট সুস্থ থাকলেই এড়ানো যাবে মনোরোগ।