পৌষ পার্বণ, সঙ্গে শ্যামা-নিখিল, রাধিকা-কর্ণ

utsha hazra

|

Updated on: Jan 14, 2021 | 6:03 PM

পৌষের শেষ। প্রতিবছর যেটা পাতে না পড়লে শীতকালটাই মাটি, তা হল পিঠে।

জানুয়ারি মাসের মাঝামাঝি । পৌষের শেষ। এই শেষবেলায় প্রতিবছর যেটা পাতে না পড়লে শীতকালটাই মাটি, তা হল পিঠে। পাটিসাপ্টা, দুধপুলি, ভাজা পিঠে সে এক লম্বা লিস্ট। এই পিঠে নিয়েই TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক উৎসা হাজরার মজাদার প্রশ্নের উত্তর দিলেন বাংলা টেলিভিশন-ধারাবাহিকের কিছু জনপ্রিয় মুখ। দেখুন ভিডিয়ো।