Ghatal ICDS Center: খবরের জেরে মেরামত অঙ্গনওয়াড়়ি
কয়েকদিন আগে খড়ার ১৪৯ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বেহাল ছবি তুলে ধরেছিলাম আমরা,ভাঙা ছাউনি বৃষ্টি হলেই জলে থৈ থৈ করতো বন্ধ থাকতো পঠন পাঠন ও মিডেমিল। সেই দুর্ভোগের কথা তুলে ধরতেই নড়ে চড়ে বসল প্রশাসন। তড়িঘড়ি খড়ার পৌরসভার তত্ত্বাবধানে মেরামত করা হলো ১৪৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি। তা নিয়েই খুশি অভিভাবক থেকে ওয়ার্ডের কাউন্সিলর ।
কয়েকদিন আগে খড়ার ১৪৯ নং অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বেহাল ছবি তুলে ধরেছিলাম আমরা,ভাঙা ছাউনি বৃষ্টি হলেই জলে থৈ থৈ করতো বন্ধ থাকতো পঠন পাঠন ও মিডেমিল। সেই দুর্ভোগের কথা তুলে ধরতেই নড়ে চড়ে বসল প্রশাসন। তড়িঘড়ি খড়ার পৌরসভার তত্ত্বাবধানে মেরামত করা হলো ১৪৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি। তা নিয়েই খুশি অভিভাবক থেকে ওয়ার্ডের কাউন্সিলর । অভিভাবকরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানায়, ওই আইসিডিএস এর কর্মী পারমিতা চ্যাটার্জি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন সংবাদ মাধ্যম খবর করার পরেই আমার এই আইসিডিএস সেন্টারের ছাউনি মেরামত করা হয়েছে আর তার ফলেই নতুন করে আবার পঠন-পাঠন শুরু হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী সিং বলেন সংবাদ মাধ্যম এর খবরের ফলে এত দ্রুত কাজ করা সম্ভব হয়েছে, তাই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই।