Basirhat Illegal Gun Recovery: সীমান্তে দেশি পিস্তল!
গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে সফল অভিযান বিএসএফ জওয়ানদের। এদিন বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের নবাতকাটি সীমান্ত এলাকা থেকে গুলিভরা পিস্তল উদ্ধার করলো বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী।
গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে সফল অভিযান বিএসএফ জওয়ানদের। এদিন বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের নবাতকাটি সীমান্ত এলাকা থেকে গুলিভরা পিস্তল উদ্ধার করলো বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এদিন স্বরূপনগরের আমুদিয়া বিওপির বিএসএফ জওয়ানরা নবাদকাটি এলাকা থেকে একটি পরিত্যক্ত ঘরের ভিতরে খড়ের গাদার ভিতর থেকে ওই দেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে। তবে পরিত্যক্ত এই জায়গায় কিভাবে এলো এই গুলি ভর্তি পিস্তল? তদন্ত শুরু করেছে বিএসএফ। তবে সীমান্তের এই ঘটনায় কি আন্তর্জাতিক কোন পাচার চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।