Mohanpur Bridge Repaired: টানা ৯৬ ঘণ্টা বন্ধ সেতু!
সংস্কারের কাজ একেবারে শেষ পর্যায়ে এবার হবে সেতুর ভার পরীক্ষা আর সে কারণেই বৃহস্পতিবার রাত ১১ টা থেকে আগামী সোমবার রাত এগারোটা পর্যন্ত মোহনপুর ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন আগামী ৯৬ ঘন্টা কোনরকম যানবাহন তো দূর পায়ে হেঁটে ব্রিজ পার হওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছেন জেলা শাসক। শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ এমার্জেন্সি পরিষেবা ছাড়পত্র দেওয়া হয়েছে।
টানা ৯৬ ঘন্টা বন্ধ থাকবে মেদিনীপুর খড়্গপুরের সংযোগকারী রাস্তা মোহনপুর ব্রিজ যা বীরেন্দ্র শাসমল সেতু নামেই নামাঙ্কিত ।
সংস্কারের কাজ একেবারে শেষ পর্যায়ে এবার হবে সেতুর ভার পরীক্ষা আর সে কারণেই বৃহস্পতিবার রাত ১১ টা থেকে আগামী সোমবার রাত এগারোটা পর্যন্ত মোহনপুর ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন আগামী ৯৬ ঘন্টা কোনরকম যানবাহন তো দূর পায়ে হেঁটে ব্রিজ পার হওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছেন জেলা শাসক। শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ এমার্জেন্সি পরিষেবা ছাড়পত্র দেওয়া হয়েছে। কংসাবতী নদীর উপর নির্মিত পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বীরেন্দ্র শাসমূল সেতু বা মোহনপুর ব্রিজ মেদিনীপুর শহরের সঙ্গে পার্শ্ববর্তী খড়গপুর কিংবা কলকাতা, দুর্গাপুর, আসানসোল যাওয়ার অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম হল এই মোহনপুর ব্রিজ। কলকাতা থেকে খড়গপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর যেতে এই সেতুর উপরেই নির্ভর করতে হয় । গুরুত্বপূর্ণ এই সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার জন্মোহন চলাচল করে তবে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় পড়েছিল এই সেতু । গত বছর ডিসেম্বর নাগাদ ব্রীজ সংস্কারের কাজ শুরু করে প্রশাসন। । আর সেই কাজ শেষ হচ্ছে এখন । আর তাই এই নির্দেশিকা বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে । জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানান মানুষকে এই 96 ঘন্টা সমস্যায় পড়তে হবে, কিন্তু কিছু করার নেই তাই সাধারণ মানুষকে এই কটা দিন সমস্যাকে সাথে নিয়েই এগিয়ে চলতে হবে ।
পাশাপাশি জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান এই ব্রিজটি বন্ধ থাকার জন্য জেলার বিভিন্ন জায়গায় ১৩ টি পয়েন্ট করা হয়েছে যেখান থেকে গাড়িগুড়িকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হবে।
সবমিলিয়ে আজ রাত্রি থেকে সোমবার রাত্রি পর্যন্ত মেদিনীপুর শহর পার্শ্বস্থ মোহনপুর ব্রীজে চলবে দক্ষযজ্ঞ।।। আর তারপরেই বোঝা যাবে মোহনপুর ব্রিজ তার স্বাস্থ্য পরীক্ষায় কতটা পাস করল ।