Khardaha News: বিধায়ককে পাশে রেখে ওসির নিদান!
খড়দহে খেলা হবে দিবস অনুষ্ঠানের মঞ্চে বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে বসিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের তোলাবাজি না করার নিদান দিলেন খড়দহ থানার ভারপ্রাপ্ত O.C রাজকুমার সরকার। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূল দলটা এখন পুলিশ কন্ট্রোল করছে।
খেলা হবে দিবসের মঞ্চ থেকে বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে বসিয়ে শাসকদলের প্রতিনিধিদের হুঁশিয়ারি দিলেন খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার। ভারপ্রাপ্ত আধিকারিক হুশিয়ারির সুরে বলেন, “তোমরা দলের কাউন্সিলর। যেমন কাজ করবে বিধায়কের ইমেজ কিন্তু ওরকমই হবে।সেই সন্মানটা তোমরা রাখবে। আমি তো আছি। বার বার বলছি সামাজিক কাজ করুন। সামনে পুজো আসছে। আমরা সরকারের মুখ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মানুষের জন্য কাজ করার। পাড়ায় গিয়ে কাজ করো। অসামাজিক কাজ করবে না। তোলাবাজি করবে না। এটা যেন কোনোভাবেই না হয়।আপনাদের নিরাপত্তা যদি আমি না দিতে পারি ওই জায়গাটায় আমার থাকার কোনো যোগ্যতা নেই। সোজাসুজি বিধায়ককে জানাবেন। এই লোকটা কাজ করে না,একে রাখবেন না। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূল দলটা এখন পুলিশ কন্ট্রোল করছে। থানার একজন ভারপ্রাপ্ত আধিকারিক তোলাবাজি নিয়ে যেভাবে বিবৃতি দিয়েছেন। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে,তৃণমূল দল পুলিশকে দিয়ে দল পরিচালনা করতে চাইছে। তৃণমূল দল পুলিশকে দিয়ে নিজেদের দল যেমন কন্ট্রোল করছে পাশাপাশি বিরোধীদের কাজেও পুলিশ দিয়ে বাধা দেওয়ার কাজ করছে। সেজন্যই মঞ্চে তৃণমূল নেতৃত্বের পাশে বসে থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই ধরনের মন্তব্য করছেন…..