Chandrakona Dengue Update: একটা গোটা গ্রামে ডেঙ্গি!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 18, 2023 | 3:23 PM

ডেঙ্গু আতঙ্কে ভুগছে গোটা গ্রাম, গ্রামের মানুষের দাবি ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের, তাছাড়া গ্রামে প্রচুর মানুষের ডেঙ্গু ধরা পড়েছে। রিপোর্টে উল্লেখ করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে জ্বর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রচুর গ্রামের মানুষজন।এক কথায় চরম ডেঙ্গু আতঙ্কে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ভালুক কুন্ডু গ্রামে।

ডেঙ্গু আতঙ্কে ভুগছে গোটা গ্রাম, গ্রামের মানুষের দাবি ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের, তাছাড়া গ্রামে প্রচুর মানুষের ডেঙ্গু ধরা পড়েছে। রিপোর্টে উল্লেখ করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে জ্বর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রচুর গ্রামের মানুষজন।এক কথায় চরম ডেঙ্গু আতঙ্কে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ভালুক কুন্ডু গ্রামে। কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভালুকুন্ড গ্রামে, বেশিরভাগ মানুষই জ্বর উপসর্গ নিয়ে কেউ হাসপাতাল বা কেউ বাড়িতে চিকিৎসাধীন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ উদাসীন প্রশাসন, ডেঙ্গু রোগে গ্রামে সেই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। জানিয়ে গ্রামবাসীদের মধ্যে দেখা দিচ্ছে ক্ষোভ । গ্রামবাসীদের দাবি ইতিমধ্যে কয়েকটি পরিবারে তালা বন্ধ, তার কারণ পরিবারের প্রত্যেকেই জ্বরে আক্রান্ত, তাই সকলেই হাসপাতালে ভর্তি। গ্রামবাসীদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা গ্রামে আসছে না, এক কথায় ডেঙ্গু প্রতিরোধে সেই ধরনের কোন উদ্যোগ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বি এমওইচ স্বপ্ননীল মিস্ত্রির দাবি, ইতিমধ্যে কয়েকজনের ডেঙ্গু ধরা পড়েছে,ভালুক কুণ্ডু গ্রামে, স্বাস্থ্য দপ্তর কড়া নজরদারি রেখেছে গ্রামে। এমনকি গ্রামে এক যুবকের মৃত্যুর ঘটনায়, তিনি জানিয়েছেন,ওই যুবকের মৃত্যু ডেঙ্গুতে কিনা তা কষ্ট নয়।